শাহ ও জ্ঞানেশের নামে খুনের মামলা করা উচিত

Must read

সংবাদদাতা, খেজুরি : খেজুরিতে হার্মাদ-মুক্ত দিবস থেকে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার তুললেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu bhattacharya) সহ অন্যরা, সোমবার। এদিন খেজুরি কামারদা বাজার থেকে বাঁশগড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়। যেখানে পা মেলান রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, জেলা তৃণমূল সভাপতি পীযূষ পণ্ডা, কাঁথি সংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি জলালউদ্দিন খাঁ-সহ অন্যরা। এরপর খেজুরি বাঁশগড়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বক্তা ছিলেন দেবাংশু। তিনি বলেন, এসআইআরে যতজন মারা গিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনের নামে খুনের অভিযোগ করা উচিত। গদ্দার অধিকারীকে কটাক্ষ করে দেবাংশু (Debangshu bhattacharya) বলেন, শিশিরবাবু আধার লিঙ্ক না করে, গদ্দার ছেলের তারটা জুড়ুন। বিধায়ক উত্তম বলেন, ২০১০ সালে ২৪ নভেম্বর হার্মাদদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। ২০২৬ সালের মতোই বিজেপিকে তাড়াব। এদিন সভা শেষে আবেদ আলি খান সহ একাধিক পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। বলেন, ওঁদের যোগদানে দল আরও শক্তিশালী হল। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না।

আরও পড়ুন-মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত, শিলিগুড়িতে হবে মহাকাল মন্দির, কনভেনশন সেন্টারও

Latest article