জোর করে কাজ চাপিয়ে দিয়ে নির্বাচন কমিশন ঠিক কাজ করেনি: সিদ্দিকুল্লা

Must read

সংবাদদাতা, মেমারি : এসআইআরের প্রথম পর্যায়ের কাজ একেবারে শেষ পর্যায়ে। বিএলওরা অতিরিক্ত চাপের কথা জানিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তাঁর বিধানসভা এলাকাতেই একজন বিএলও চাপ সহ্য করতে না পেরে ‘ব্রেন স্ট্রোকে’ মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে মন্তেশ্বরের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি (siddiqullah chowdhury) মেমারির সাতগাছিয়ায় সোমবার বলেন, বিধানসভা নির্বাচনের আগে এসআইআর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এটা ঠিক কাজ করেনি। বিএলওদের দাবি, পোর্টালে তথ্য আপলোড করতে গিয়ে নতুন ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। পোর্টালে ভোটারের তথ্য ‘আপলোড’ করতে গিয়ে দেখছেন, শেষ এসআইআর-এর তথ্যের সঙ্গে ইলেকটোরাল রোল ম্যানেজমেন্ট সিস্টেমের তথ্য মিলছে না। তাঁর জায়গায় অন্য ব্যক্তির নাম ও ভোটার কার্ডের তথ্য আছে। ফলে, সংশ্লিষ্ট ভোটারের নাম পোর্টালে তুলতে অসুবিধা হচ্ছে। এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে, বর্ধমান ১ ও ২, খণ্ডঘোষ, জামালপুর, মন্তেশ্বর, আউশগ্রাম, গলসি ১ ও ২ ব্লক থেকে। অনেক ক্ষেত্রে মোবাইলে এমন বার্তা আসছে যে, ওই ভোটার কার্ড নম্বরে আরেক জনের নাম, অন্য কোনও জায়গা থেকে পোর্টালে উঠে গিয়েছে। নতুন এই সমস্যা সামনে আসায় বিভ্রান্ত হয়ে পড়ছেন বিএলও-রা। কী করণীয়, বুঝতে না পারায় থমকে থাকছে আপলোডের কাজ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকায় না ওঠার আশঙ্কাও করছেন তাঁরা। সোমবার থেকে পোর্টাল সংক্রান্ত সমস্যা কিছুটা কমলেও সময় যত এগোচ্ছে, ততই অনলাইন ডেটাবেসের সঙ্গে হার্ড কপির তথ্য না মেলার বিষয়টি সামনে আসতে শুরু করেছে।

আরও পড়ুন-শাহ ও জ্ঞানেশের নামে খুনের মামলা করা উচিত

Latest article