নয়াদিল্লি: মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার কয়েকদিন পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে (sheikh hasina) প্রত্যর্পণের জন্য ভারতের কাছে নতুন করে আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে হাসিনা ইস্যুতে বাড়তি তৎপরতা দেখাচ্ছে বাংলাদেশের অনির্বাচিত সরকার। ৭৮ বছর বয়সি হাসিনা, ছাত্রনেতৃত্বাধীন ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের অগাস্ট থেকে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন রবিবার নিশ্চিত করেছেন যে ঢাকা নয়াদিল্লির কাছে একটি নতুন আনুষ্ঠানিক যোগাযোগ জারি করেছে। রাষ্ট্র-পরিচালিত সংবাদসংস্থা বিএসএস-এর সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে অনুষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা বৈঠক শেষে ঢাকায় ফেরার পরপরই বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এই সর্বশেষ কূটনৈতিক নোট পাঠানো হয়। জানা গিয়েছে, গণ-অভ্যুত্থানের জেরে শেখ হাসিনা (sheikh hasina) ভারতে পালিয়ে আসার পর থেকে এটি ইউনুস সরকারের পক্ষ থেকে তৃতীয় আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে একটি নোট এবং ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর আরেকটি নোট পাঠানো হয়েছিল। একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ভারতে লুকিয়ে আছেন বলে মনে করা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফিরিয়ে দিতে ভারতকে অনুরোধ জানিয়েছে ঢাকা। উল্লেখ্য, প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, যিনি এই মামলায় রাষ্ট্রের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন, তিনি পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন। এদিকে ঢাকার ট্রাইব্যুনালে রায় ঘোষণার পরই ভারতের বিদেশ দফতর জানিয়েছিল, বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থরক্ষায় যা করণীয় তা করতে দায়বদ্ধ ভারত।
আরও পড়ুন-অভিষেকের হস্তক্ষেপে-কৈলাসের প্রচেষ্টায় তৈরি হবে বালির ৭৬টি রাস্তা

