দক্ষিণ আন্দামান সাগরে তৈরি গভীর নিম্নচাপের ঘূর্ণিঝড়ে (SENYAAR Cyclone) পরিণত হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল। তার জেরে রাজ্যে আগামী কয়েক দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস নেই। তবে মহানগরীর তাপমাত্রা (Kolkata Temperature) নেমেছে ১৬ ডিগ্রিতে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে পারদ। উত্তরে নিম্নমুখী হতে পারে পারদ।
আরও পড়ুন-কী ভেবেছে এই নরপশুরা? এভাবে পার পেয়ে যাবে!
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে বৃষ্টিহীন শুষ্ক আবহাওয়ায় আগামী ৩-৪ দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

