কবাডি বিশ্বকাপ জয় মেয়েদের

রবিবার দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপও জিতেছিলেন ভারতের মেয়েরা। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের নারীশক্তির জয়জয়কার।

Must read

ঢাকা, ২৪ নভেম্বর : ক্রিকেটের পর এবার কবাডি! ফের বিশ্বমঞ্চে উড়ল তেরঙ্গা। হরমনপ্রীত কৌরদের ওয়ান ডে বিশ্বকাপ জয়ের পর এবার কবাডি বিশ্বকাপও চ্যাম্পিয়ন হলেন ভারতের মেয়েরা। রবিবার দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপও জিতেছিলেন ভারতের মেয়েরা। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের নারীশক্তির জয়জয়কার।

আরও পড়ুন-পাঁচতারা হোটেলে কো-পাইলটকে ধর্ষণ চার্টার্ড বিমানের পাইলটের

রবিবার বাংলাদেশের মাটিতে আয়োজিত মেয়েদের কবাডি বিশ্বকাপ ফাইনালে চিনা তাইপেকে ৩৫-২৮ পয়েন্টে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয় ভারত। এই নিয়ে টানা দ্বিতীয়বার কবাডিতে বিশ্বসেরা হলেন ভারতীয় মেয়েরা। গোটা টুর্নামেন্টে দুরন্ত খেলে গ্রুপের সব ক’টি ম্যাচ জিতে অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছিল ভারত। শেষ চারের লড়াইয়ে ইরানকে ৩৩-২১ পয়েন্টে হারিয়ে ফাইনালের ছাড়পত্র আদায় করে নেন ভারতীয় মেয়েরা।
অন্যদিকে, চিনা তাইপেও নিজেদের গ্রুপে অপরাজিত ছিল। সেমিফাইনালে তারা ২৫-১৮ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশকে। কিন্তু ফাইনালে ভারতীয়দের দুরন্ত পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেননি চিনা তাইপের মেয়েরা। শুরুতে কিছুটা লড়াই হলেও, বিরতির সময় ১৬-২০ পয়েন্টে পিছিয়ে পড়ে
চিনা তাইপে। এরপর আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি।

আরও পড়ুন-সান্দাকফুতে শ্বাসকষ্টের ফলে মৃত্যু যাদবপুরের পর্যটকের

এবারের বিশ্বকাপের মোট ১১টিতে অংশ নিয়েছিল। ভারতীয় মেয়েদের সাফল্যে তাই গর্বিত প্রাক্তন তারকা অজয় ঠাকুর। তিনি বলেছেন, পরপর দু’বার বিশ্বকাপ জয় প্রমাণ করছে, গত কয়েক বছরে মেয়েদের কবাডিতে আমরা প্রচুর উন্নতি করেছি।

Latest article