আমাকে ছুঁতেও পারবে না: হেলিকপ্টার বিভ্রাট নিয়ে বিজেপি-কে ধুয়ে দিলেন দলনেত্রী

Must read

নির্বাচন কমিশনের (ECI) স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) নামে বৈধ ভোটাদের বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বনগাঁর ত্রিকোণ পার্কে সভা থেকে হেলিকপ্টার বিভ্রাট নিয়ে বিজেপি-কে ধুয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee_Helicopter)। হেলিকপ্টার সমস্যায় মঙ্গলবার তাঁকে সড়কপথে সভাস্থলে পৌঁছতে হয়। আর সভামঞ্চ থেকে গেরুয়া শিবিরকে নিশানা করেন মমতা। বলেন, ”আমি বিজেপিকে বারবার বলি আমার সঙ্গে খেলতে যেও না। আমার সঙ্গে খেলতে গেলে আমি যে খেলাটা খেলব, ধরতেও পারবে না। ছুঁতেও পারবে না।”

মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee_Helicopter) জানান, এদিন ১২ নাগাদ তাঁর রওনা হওয়ার কথাছিল। কিন্তু সকাল ১০টা নাগাদ তিনি জানাতে পারেন, কপ্টারের জটিলতা উড়তে পারবে না। এই বিষয় নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা। একই সঙ্গে জানান, সড়পথে এসে তাঁর ভালো হয়েছে। বিভিন্ন রাস্তা দিয়ে আসার ফলে তাঁর জনসংযোগ হয়েছে।

আরও পড়ুন-হেলিকপ্টারে সমস্যা! পিছল মুখ্যমন্ত্রীর সভা-পদযাত্রার সময়সূচি

মমতা বলেন, “আমার আসতে দেরি হয়েছে। ক্ষমা চাইছি। আমি ৭-৮ মাস কপ্টার ব্যবহার করিনা। গাড়িতে গাড়িতে ঘুরি। আমাদের সরকারের একটা হেলিকপ্টার নেওয়া আছে। হঠাৎ খবর এল হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর। ভোটই শুরু হল না, তার মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। একদিকে ভালোই হয়েছে রাস্তায় আসতে আসতে আমার জনসংযোগ হয়ে গেল। আমি বিজেপিকে বারবার বলি আমার সঙ্গে খেলতে যাস না। আমার সঙ্গে খেলতে গেলে আমি যে খেলাটা খেলব, ধরতেও পারবে না। ছুঁতেও পারবে না।”

এদিন বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করছেন মমতা। এর পরে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রার কর্মসূচি রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee)। মঞ্চ থেকে মমতা বলেন, বিজেপি টাকা দিলেও লোকে তাদের ভোট দেবে না। কারণ, মানুষ শান্তি চায়, গণতন্ত্রের নিরাপত্তা চায়, মা-বোনেরদের সম্মান চায়। বিজেপি ভোটের সময় থাকে, আর বাকি সময় তাদের পাওয়া যায় না। তৃণমূল সব সময় সঙ্গে থাকে।

Latest article