নির্বাচন শুরু হল না ‘কনফ্রন্টেশন’ শুরু

খেলতে এসো না আমার সঙ্গে, কপ্টার কিস্সায় হুঙ্কার

Must read

প্রতিবেদন : মঙ্গলবার দলীয় কর্মসূচিতে হেলিকপ্টারেই বনগাঁয় পৌঁছানোর কথা ছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। কিন্তু হেলিকপ্টারে বনগাঁ যেতে পারলেন না তৃণমূল নেত্রী। তিনি একটু দেরিতে পৌঁছলেও তার কারণ ব্যাখ্যা করে আমজনতার কাছে ক্ষমা চেয়ে নেন। এরপরেই আসল বোমাটি ফাটান। বলেন, নির্বাচন শুরুই হল না, সংঘাত শুরু হয়ে গেল! বনগাঁর সভায় উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই হেলিকপ্টারের প্রসঙ্গটি নিজেই তুলে ধরে বলেন, গত সাত-আট মাস ধরে আমি কোনও হেলিকপ্টার ব্যবহার করিনি। একটি সংস্থার সঙ্গে চুক্তি মোতাবেক হেলিকপ্টার নেওয়া ছিল। আজ রওনা হওয়ার আগে সেটির একটি সমস্যা-সংক্রান্ত বিষয় জানা যায়। তবে এতে আমার ভালই হয়েছে। সড়কপথে আসতে গিয়ে প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়েছে, অনেক এলাকা ঘুরে এসেছি। জনসংযোগ হয়েছে। নির্বাচন শুরুই হল না আর আমার সঙ্গে সংঘাত শুরু হয়ে গেল! বিজেপিকে বলি আমার সঙ্গে খেলতে যেও না। আমি যে খেলাটা খেলব তোমরা ধরতেও পারবে না। গোটা কেন্দ্রীয় সরকার নিয়ে বসে থাকো। আমার ভালই হল, জনসংযোগ হয়ে গেল। প্রচুর মানুষের সঙ্গে দেখা হল। আপনারা আমার হেলিকপ্টার বাতিল করুন রুট বন্ধ করুন আমার কিছু যায় আসে না। রাস্তাই আমাকে রাস্তা দেখায়, সাফ কথা নেত্রীর (CM Mamata Banerjee)।

আরও পড়ুন: ১০ জনের মুখোমুখি হতে ভয়! স্রেফ পাঁচটি প্রশ্নের জবাব চাই : অভিষেক

Latest article