এসআইআর ও বাংলার প্রতি বঞ্চনা, মোদি সরকারকে সংসদে তুলোধোনা করবে তৃণমূল

এসআইআর নিয়ে সংসদের শীতকালীন অধিবেশনে ঝড় তুলবে তৃণমূল। কেন্দ্রের মোদি সরকারকে তুলোধোনা করবে বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদেও।

Must read

নয়াদিল্লি: এসআইআর নিয়ে সংসদের শীতকালীন অধিবেশনে ঝড় তুলবে তৃণমূল। কেন্দ্রের মোদি সরকারকে তুলোধোনা করবে বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদেও।
সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। বিধানসভা ভোটের আগে সংসদের এই অধিবেশনে বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো মোদি সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।
এসআইআরের নামে বিজেপি-নির্বাচন কমিশনের কারচুপি এবং ভোটচুরির চক্রান্তের ভয়াবহতা প্রথম থেকেই দেশবাসীর সামনেই তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। দিয়েছে সতর্কবার্তা। সংসদের গত অধিবেশনের সময় এই ভোটচুরির বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ জানিয়েছে ভেতরে-বাইরে। স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিবিড় সংশোধনের আড়ালে মানুষের ন্যায্য ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলবে না।
সংসদের অধিবেশনে তৃণমূল বিজেপির বিরুদ্ধে কীভাবে লড়াই করবে, তার দিশা ইতিমধ্যেই স্থির করে দিয়েছেন লোকসভার দলনেতা তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী সংসদে বিজেপির প্রতি আক্রমণাত্মক ভূমিকা নেবে তৃণমূল।

আরও পড়ুন-বিজেপির ওড়িশায় সর্বনাশা জঙ্গলরাজ, কলেজছাত্রীকে অপহরণ করে সরকারি হাসপাতালে গণধর্ষণ

মনরেগা প্রকল্পে বরাদ্দ বকেয়া, জলজীবন মিশন প্রকল্পে কোটি কোটি বরাদ্দ টাকা নিয়ে সংসদের ভিতরে বাইরে সোচ্চার হবে তৃণমূল।
গত বাদল অধিবেশনের মতো সোমবার থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশনে মোদি সরকারের বিরুদ্ধে তৃণমূলের অবস্থান কোনওভাবেই বদল হবে না। বরং ঝাঁজ আরও বাড়ানো হবে আক্রমণের। তৃণমূল কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভার নেতারা এসআইআরে নিয়ে তীব্র প্রতিবাদে মুখর হবেন। কীভাবে বাংলায় এসআইআর আতঙ্কে নিরীহ মানুষেরা প্রাণ হারাচ্ছেন, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন তৃণমূল সাংসদরা। বিজেপি সরকারের এই নোংরা ষড়যন্ত্রের উপরে চাপ তৈরি করতে সংসদের ভিতরে আলোচনার দাবি জানিয়ে নোটিশ দেবেন। অন্যথায় ধরনা প্রদর্শনের রাস্তায় হাঁটবে তৃণমূল। গত অধিবেশনে এসআইআর বিরোধিতায় বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূল সহ বাকি বিরোধীদের নোটিশ খারিজ করে দেওয়ায় গোটা সংসদ অধিবেশন বানচাল হয়ে গেছে। সংসদের ভিতরে বিজেপি সরকার বিরোধীদের দাবি খারিজ করায় আন্দোলন চালিয়ে যেতে পথে নেমে কমিশন ঘেরাও কর্মসূচি গ্রহণ করে তৃণমূল সহ বাকি বিরোধী শিবির। এসআইআরের পাশাপাশি ১০০ দিনের কাজ ও জলজীবন মিশন নিয়ে দুই কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ও সি আর পাটিল কাছে দাবি জানাবেন তৃণমূল সাংসদরা। দুটি পৃথক প্রতিনিধি দল যাবে দুই মন্ত্রকে। লোকসভায় এবং রাজ্যসভায় তৃণমূল সাংসদরা সোচ্চার হওয়ার পাশাপাশি শীর্ষ নেতৃত্বের নির্দেশমতো দিল্লির রাজপথেও তৃণমূল কংগ্রেস গড়ে তুলবে আন্দোলন।

Latest article