পাল্টা মিছিল-সমাবেশে বিজেপিকে তোপ অরূপের

পরিবর্তন নয় প্রত্যাবর্তন, এই ব্যানার সামনে রেখে মোহনপুরের হাসপাতাল মোড় থেকে বাজার পর্যন্ত বিশাল মিছিল সংগঠিত হয়।

Must read

সংবাদদাতা, মেদিনীপুর : বিজেপির বাংলা-বিরোধিতা, বাংলার প্রতি অবমাননা দিনের পর দিন বেড়েই চলেছে। এরই প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে পাল্টা মিছিল ও জনসমাবেশের আয়োজন করা হয়। জনসমাবেশে অগণিত মানুষের উপস্থিতি প্রমাণ করছে ২০২৬-এ বিজেপি উৎখাত হবেই। এসআইআর-এর সমর্থনে গত শনিবার মোহনপুরে মিছিল ও সভা করেছিল বিজেপি। সেই পরিবর্তনযাত্রায় যোগ দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন-ঘৃণাভাষণের সব ঘটনার নজরদারি সম্ভব নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

মঙ্গলবার তারই পাল্টা হিসাবে মিছিল ও সভা করল তৃণমূল। পরিবর্তন নয় প্রত্যাবর্তন, এই ব্যানার সামনে রেখে মোহনপুরের হাসপাতাল মোড় থেকে বাজার পর্যন্ত বিশাল মিছিল সংগঠিত হয়। এদিন দলীয় এই কর্মসূচিতে যোগ দেন তৃণমূলের রাজ্য মুখপাত্র অরূপ চক্রবর্তী, মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, মোহনপুর ব্লক তৃণমূল সভাপতি মানিক মাইতি প্রমুখ। শনিবারের বিজেপির পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করতে গিয়ে দলীয় কর্মীদের হাতেই আক্রান্ত হয়েছিলেন জেলা বিজেপি সভাপতি সমিত দাস। এদিন তা নিয়ে কটাক্ষ করেন অরূপ। বলেন, যে দলের জেলা সভাপতিকে নিজেদের দলীয় কর্মীর হাতে মার খেতে হয়, তারা আবার কী পরিবর্তন যাত্রার ডাক দেয়! মানুষকে নির্বাচনের সময় এসআইআর-এর ভয় দেখিয়ে কোনও লাভ হবে না, আগামী দিনে মানুষ মুখ্যমন্ত্রীকে চতুর্থবারের জন্য প্রত্যাবর্তন করাবেন।

Latest article