‘সার’ আতঙ্কে আবার মৃত্যু, অসুস্থ বিএলও

ফের এসআইআর-এর আতঙ্কে মৃত্যু। অসুস্থ দুই বিএলও। মৃত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার নাম সুষমারানি মণ্ডল।

Must read

সংবাদদাতা, কাঁথি : ফের এসআইআর-এর আতঙ্কে মৃত্যু। অসুস্থ দুই বিএলও। মৃত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার নাম সুষমারানি মণ্ডল। সোমবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রাণ ব্লকের ঘটনা। বাড়ি পূর্ব আমতলিয়া গ্রামে। স্বামী প্রসূন মণ্ডল এই মৃত্যুর পিছনে এসআইআরকেই দাবি করেছেন। ফর্মে ওঁর কিউআর কোড মিলছিল না। নাম বাদ যাওয়ার আশঙ্কায় কয়েক দিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। দুশ্চিন্তায় সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বামী।

আরও পড়ুন-দিনের কবিতা

জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পন্ডা বলেন, বিজেপি এবং নির্বাচন কমিশন যেভাবে যে কোনও প্রকারে এসআইআর করার জন্য লেগে পড়েছে, তাতে এভাবে অসহায় মানুষের মৃত্যু হচ্ছে। এই মৃত্যুর দায় বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিতে হবে। পাশাপাশি অতিরিক্ত কাজের চাপে অসুস্থ বিএলও। হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙেও পড়লেন। বাঁকুড়ার পাত্রসায়রের ঘটনা। অসুস্থ বিএলওর নাম সবিতা সর্দার। পেশায় আইসিডিএস সুপারভাইজার। মঙ্গলবার সকালে বাড়ি বাড়ি ঘুরে ফর্ম সংগ্রহের সময় আচমকাই বুকে ব্যথা অনুভব করেন। অসুস্থতার খবর পেয়ে যান তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত। পাশে থাকার কথা দেন। কালিয়াগঞ্জেও এসআইআর-এর চাপে তাড়াহুড়ো করে স্কুটি চালিয়ে যেতে গিয়ে দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হলেন বিএলও কল্যাণী রায়। বালাহার প্রাইমারি স্কুলের শিক্ষিকা। ১১৩ নম্বর বুথের বিএলও৷ তাঁকে দেখতে যান শহর তৃণমূল সভাপতি সুজিত সরকারের নেতৃত্ব তৃণমূলের প্রতিনিধি দল।

Latest article