সংবাদদাতা, মেমারি : ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে গদ্দারকে চরম আক্রমণ করলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty)। মেমারির পাল্লাতে উদয় সংঘের মাঠে জেলা তৃণমূলের সভায় স্নেহাশিস বলেন, এসআইআরের নাম করে আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি। ভোটার তালিকা থেকে অনেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা করছেন। আমরা রাস্তায়-আদালতে এর বিরোধিতা করছি। নিবাচন কমিশনকে করায়ত্ত করে ফেলেছে বিজেপি। গরিব মানুষ কমিশনের চাহিদা মতো নথি পাবে কীভাবে? কয়েক দিন আগে ঠিক ওই মাঠেই সভা করেছিলেন।
আরও পড়ুন-
স্নেহাশিস বলেন, এসআইআর নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। একজনও বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না। মন্ত্রী স্বপন দেবনাথের আহ্বান, বাংলার অপমান ও বঞ্চনার জবাব দিতে তৈরি হোন।

