প্রতিবেদন: নথি যাচাই পর্ব শেষ। এবার শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু এসএসসির (SSC) একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ইন্টারভিউ প্রক্রিয়া। প্রতিদিন গড়ে ডাকা হবে ৩০০ থেকে ৩৫০ জন চাকরিপ্রার্থীকে।
আরও পড়ুন-অপমানের জবাব দিতে সংঘবদ্ধ হওয়ার আহ্বান
এসএসসি নিয়োগের জন্য রাজ্যকে পাঁচটি আঞ্চলিক অফিসে ভাগ করা হয়েছে। এই উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল, এই আঞ্চলিক অফিসগুলির মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। কেন্দ্রীয় ভাবে ইন্টারভিউ নিতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। তাই ৩১ ডিসেম্বরের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া শেষ করতে গেলে আঞ্চলিক ভাবে ইন্টারভিউ নেওয়া ছাড়া উপায় নেই। প্রথম পর্যায়ের বাংলা ও ইংরেজি বিষয়ের শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ হবে।

