১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল। ভারতের সংবিধান রচনার ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন ড. ভূম্বী রামজি আম্বেদকর (Dr. B.R. Ambedkar)। তিনি “ভারতের সংবিধানপিতা” হিসেবে জনপ্রিয়। তাঁর নেতৃত্বে, সংবিধানটি তৈরি হয়েছিল, এবং তিনি সংবিধানের বিভিন্ন অংশের বাস্তবায়ন নিয়ে কাজ করেছিলেন। ভারতের সংবিধান তৈরি করতে মোট ২ বছর, ১১ মাস, এবং ১৮ দিন সময় লেগেছিল। সংবিধান প্রনয়ণের কাজ শুরু হয়েছিল ১৯৪৬ সালে, এবং এটি ১৯৪৯ সালের ২৬ নভেম্বর অনুমোদিত হয়। তবে কার্যকর হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। এই বিশেষ দিনটিকে স্মরণ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধা জানান।
আরও পড়ুন-লখিমপুর খেরিতে নদীতে গাড়ি পড়ে মৃত ৫
তিনি লেখেন, ”আজ, এই সংবিধান দিবসে, আমি আমাদের সংবিধানের প্রতি শ্রদ্ধা জানাই। আমি আজ আমাদের সংবিধানের দূরদর্শী প্রণয়নকারীদের, বিশেষ করে এর প্রধান স্থপতি ডঃ বি. আর. আম্বেদকরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। বিশেষ করে বাংলার গণপরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা সংবিধান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমি বিশ্বাস করি, আমাদের সংবিধান আমাদের জাতির মেরুদণ্ড যা আমাদের সংস্কৃতি, ভাষা এবং সম্প্রদায়ের বিশাল বৈচিত্র্যকে দক্ষতার সাথে একত্রিত করে রেখেছে।”
আরও পড়ুন-নতুন ভোটার কার্ডে বাধ্যতামূলক আধার
তিনি আরও লেখেন, ”এই পবিত্র দিনে, আমরা আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত মূল গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি এবং আমি মানি একটি জাতি হিসেবে সংবিধানের পবিত্র নীতিগুলিকে রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এখন, যখন গণতন্ত্র সংকটে যখন ধর্মনিরপেক্ষতা বিপন্ন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বুলডোজার দিয়ে ধ্বংস করা হচ্ছে, আমাদের সংবিধান যে মূল্যবান নির্দেশ প্রদান করছে সেটা রক্ষা করা বাধ্যতামূলক।”

