নতুন টি-শার্ট পরে এবার বিতর্কে জড়ালেন কৌতুক শিল্পী কুণাল কামরা (Kunal Kamra)। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে তিনি অপমান করেছেন বলে অভিযোগ উঠেছে। কুণালের সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের হাতে হাতে ঘুরছে।
সোমবার সামাজিক মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেন কুণাল (Kunal Kamra)। ছবিতে তাঁর পরিহিত টি-শার্টটি ছিল নজর কাড়া। টি-শার্টের উপর বড় হরফে লেখা ছিল RSS এবং তার উপর একটি কুকুরের ছবি। ছবিটি এমন করে আঁকা যেন মনে হচ্ছে আরএসএস লেখার উপর প্রস্রাব করছে কুকুরটি। তবে যদিও বিজেপি-র দাবি টি-শার্টে রাষ্ট্রীয় স্বয়ংসেবককেই অপমান করেছে।
আরও পড়ুন- বিদেশি পর্যটক টানতে দেশের মধ্যে দ্বিতীয় বাংলা! সুখবর জানালেন মুখ্যমন্ত্রী
ছবি পোস্ট করে কুণাল লিখেছেন,” কোনও কমেডি ক্লাবে ছবিটি তোলা হয়নি।” আর এই পোস্টের পরই ক্ষেপে আগুন বিজেপি। মহারাষ্ট্রের মন্ত্রী ও বিজেপির বর্ষীয়ান নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে জানিয়েছেন,”ইন্টারনেটে যারা আপত্তিকর পোস্ট করবে, তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে।” শিবসেনা (একনাথ শিন্ডে) সরাসরি কামরার বিরুদ্ধে ‘অ্যাকশন’ দাবি করে।
তবে কুণাল এই প্রথমবার বিতর্কে জড়াল এমনটা নয়। আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। চলতি বছরের মার্চ মাসে শিবসেনার একনাথ শিন্ডেকের উদ্দেশ্য করে কমেডি শোতে অবমাননাকর মন্তব্য করেছিলেন। জনপ্রিয় একটি হিন্দি গানের কথা পরিবর্তন করে শিণ্ডের রাজনৈতিক কেরিয়ারকে উপহাস করেছিলেন। তারপরে মুম্বইয়ে যে হোটেলে এই কমেডি অনুষ্ঠান হয়েছিল সেখানে ভাঙচুর চালানো হয়।

