উলুবেড়িয়ার অভয়া কালীমন্দিরে দুঃসাহসিক চুরি

Must read

সংবাদদাতা, হাওড়া : ভাইরাল হাওড়ার উলুবেড়িয়ার শতমুখী শ্মশানের অভয়া কালীমন্দিরে (Abhaya Kali Mandir) দুঃসাহসিক চুরির ভিডিও। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার মধ্যরাতের ঘটনা। ফুটেজে দেখা যাচ্ছে , মুখে মাস্ক-পরা দুই দুষ্কৃতী মন্দিরের দরজার তালা ভেঙে প্রতিমার গয়না খুলে নিচ্ছে। চুরি যায় প্রতিমার সমস্ত অলঙ্কার ও প্রণামী বাক্সের নগদ টাকা। মন্দির কমিটির দাবি, সব মিলিয়ে চুরির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। দুষ্কৃতীরা পালানোর সময় মন্দিরের ভাঙা প্রণামী বাক্সটি জঙ্গলে ফেলে দেয়। বুধবার সকালে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। চুরির তদন্তে নেমেছে উলুবেড়িয়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

আরও পড়ুন-প্রয়াত বিধায়কের সুস্থতা কামনা, বিধায়ক উল্লেখ করে মুকুলকেও চিঠি! রাজ্যপালের কাজে শোরগোল

Latest article