গঙ্গাসাগর মেলা: প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী

Must read

গঙ্গাসাগর মেলাকে (Gangasagar Mela_Mamata banerjee) ঘিরে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বৃহস্পতিবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ছাড়াও একাধিক দফতরের মন্ত্রী ও আধিকারিকেরা বৈঠকে যোগ দেবেন। আগামী ৬ ও ৭ জানুয়ারি শুরু হতে চলা মেলাকে সফল করতে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী সেই প্রস্তুতি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেবেন বলে জানা গিয়েছে।

প্রতি বছর ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela_Mamata banerjee) প্রস্তুতি পর্যালোচনায় যান। এ বছর তাঁর উপস্থিতিতেই গঙ্গাসাগর সেতুর নির্মাণকাজ শুরুর দিন ঘোষণা হতে পারে বলে প্রশাসনিক মহলের অনুমান। তার আগে অর্থদফতরের প্রয়োজনীয় ছাড়পত্রও সম্পন্ন করা হবে বলেই খবর।

আরও পড়ুন-প্রয়াত বিধায়কের সুস্থতা কামনা, বিধায়ক উল্লেখ করে মুকুলকেও চিঠি! রাজ্যপালের কাজে শোরগোল

এক রাজ্য আধিকারিক জানান, প্রস্তাবিত সেতুটি হবে চার কিলোমিটার দীর্ঘ ‘ওভারডোজড কেবল স্টেইড’ কাঠামো, যা দাঁড়াবে ২১টি পিলারের উপর— এর মধ্যে ১৯টি নির্মিত হবে মুড়িগঙ্গার উপর। ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞদের মতে, এশিয়ায় এই ধরনের স্থাপত্য এক নজির তৈরি করবে।

সেতু তৈরি হলে সাগরদ্বীপে পৌঁছতে আর স্টিমার বা ভেসেলের উপর নির্ভর করতে হবে না। মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সড়ক সংযোগ তৈরি হবে, গাড়ি নিয়ে পৌঁছে যাওয়া যাবে সাগরদ্বীপে। প্রতি বছর গঙ্গাসাগর মেলায় দেশ-বিদেশ থেকে আসা লক্ষাধিক পুণ্যার্থী এর সুবিধা পাবেন। নির্মাণ শেষ হতে সময় লাগবে অন্তত চার বছর। যাতায়াতের সুবিধার পাশাপাশি স্থানীয় উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা এলাকার মানুষের।

Latest article