হংকংয়ে সাতটি হাই-রাইজ অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৪

ভয়াবহ ঘটনা হংকংয়ের (Hongkong) হাউসিং কমপ্লেক্সে। পর পর সাতটি হাই-রাইজ অ্যাপার্টমেন্টে আগুন লেগে ইতিমধ্যেই ১৪ জনের মৃত্যু হয়েছে।

Must read

ভয়াবহ ঘটনা হংকংয়ের (Hongkong) হাউসিং কমপ্লেক্সে। পর পর সাতটি হাই-রাইজ অ্যাপার্টমেন্টে আগুন লেগে ইতিমধ্যেই ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেকে আটকে রয়েছেন তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বুধবার দমকল বিভাগ জানায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। বাকি চার জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত ঘোষণা করা হয়। এছাড়াও অন্তত ১৫ জন গুরুতর জখম হয়েছেন। আগুন ছড়িয়ে পড়ার পর আবাসন থেকে বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওয়াং ফুক কোর্টে আগুন নেভানোর চেষ্টায় ৭০০ জনেরও বেশি দমকলকর্মী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-গঙ্গাসাগর মেলা: প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী

বুধবার বিকেলে শহরের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট এস্টেটের বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন লেগে যায় এবং পরে ভবনের অন্যান্য অংশেও আগুন ধরে যায়। ওই আবাসন কমপ্লেক্সে আটটি ব্লক আছে। যেখানে প্রায় ২,০০০ অ্যাপার্টমেন্ট এবং প্রায় ৪,৮০০ জন লোক বসবাস করেন। বিল্ডিংগুলি ভীষণ কাছাকাছি থাকায় আগুন লাগার পর সেটা একটার পর একটাতে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ঘটনার একাধিক ভিডিও ভাইরাল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনেক অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে আগুন জ্বলতে এবং ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। দমকলকর্মীরা আগুনে জল দিয়ে সেটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ঠিক কীভাবে আগুন লাগলো সেই বিষয়ে এখনই নিশ্চিত হয়ে কিছুই জানাতে পারে নি দমকল বাহিনী।

Latest article