প্রতিবেদন : লিগের বাণিজ্যিক সঙ্গী নিয়ে ডামাডোলে আই লিগ শুরুর দিন এখনও চূড়ান্ত করতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে সময় নষ্ট না করে লিগের প্রস্তুতিতে খামতি রাখছে না ডায়মন্ড হারবার এফসি। দেশের বিভিন্ন প্রান্তে সর্বভারতীয় প্রতিযোগিতায় খেলে নিজেদের তৈরি করছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। অয়েল ইন্ডিয়া গোল্ড কাপে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়েছে ডায়মন্ড হারবার। এখন একই সময়ে দু’টি টুর্নামেন্ট খেলতে ব্যস্ত কিবু ভিকুনার দল।
আরও পড়ুন-গঙ্গাসাগর মেলা: প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী
ওড়িশার ধনকানালে শহিদ বাজি রাউথ স্মৃতি আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় বুধবার সরাসরি কোয়ার্টার ফাইনালে নেমেছিল ডায়মন্ড হারবারের সিনিয়র দল। সেখানে ওড়িশা ফুটবল সংস্থাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল কিবুর দল। গোটা ম্যাচে আধিপত্য নিয়ে খেলে জয় তুলে নেয় ডায়মন্ড হারবার। গোল তিনটি করেন জবি জাস্টিন, মোহিত মিত্তল ও ব্রাইস মিরান্ডা। বৃহস্পতিবার গ্যাংটকে সিকিম গভর্নর’স গোল্ড কাপের সেমিফাইনালে সার্ভিসেসের মুখোমুখি ডায়মন্ড হারবার। সিকিমে ডায়মন্ডের কোচিংয়ের দায়িত্ব রয়েছেন অভিষেক দাস। শুক্রবার ওড়িশার প্রতিযোগিতায় সেমিফাইনালে অসম রাইফেলসের বিরুদ্ধে খেলবে ডায়মন্ড হারবার।
আরও পড়ুন-হংকংয়ে সাতটি হাই-রাইজ অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৪
বুধবার ওড়িশা এফএ-র বিরুদ্ধে চার বিদেশিকেই খেলিয়েছেন কোচ কিবু। রক্ষণে নাইজেরিয়ান স্টপার সানডে ভরসা দিলেন। নতুন রিক্রুট স্প্যানিশ মিডফিল্ডার অ্যান্তোনিও মোয়ানো ডায়মন্ড হারবারের জার্সি গায়ে প্রথম ম্যাচেই নিজেকে প্রমাণ করেন। মাঝমাঠে বল ধরে খেলার পাশাপাশি উঠে নেমে দলের আক্রমণে নেতৃত্ব দিয়েছেন। ম্যাচের ১৫ মিনিটে জবির গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার। ৩৮ মিনিটে ব্যবধান বাড়ান মোহিত। ৬৯ মিনিটে মিরান্ডার গোলে ৩-০ করে কিবুর দল।

