সহিংস ছাত্র বিক্ষোভে উত্তাল ভোপালের বিশ্ববিদ্যালয় চত্বর

নিরাপত্তার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তাঁর আশ্বাস, পড়ুয়াদের স্বার্থে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

Must read

ভোপাল: পড়ুয়াদের মধ্যে জন্ডিসের প্রকোপ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বিজেপি রাজ্যের বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার গভীর রাতে মধ্যপ্রদেশের ভোপালের ভিআইটি ইউনিভার্সিটি এই হিংসাত্মক প্রতিবাদের সাক্ষী হয়। প্রায় ৪,০০০ ছাত্রছাত্রী ক্যাম্পাসে জড়ো হয়ে বহু গাড়ি পুড়িয়ে দেয় এবং উপাচার্যের বাংলো-সহ বিশ্ববিদ্যালয়ের সম্পত্তির বড় ধরনের ক্ষতি করে। ক্যাম্পাসে জন্ডিসের ব্যাপক প্রাদুর্ভাব ও কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ থেকেই এই অস্থিরতা। মধ্যপ্রদেশের সেহোর জেলার ইন্দোর-ভোপাল হাইওয়ের ধারে এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। সাম্প্রতিক সপ্তাহগুলিতে প্রায় দু ডজন ছাত্র জন্ডিসের উপসর্গ নিয়ে অসুস্থ হওয়ার পরই এই প্রতিবাদ তীব্র হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয় অবশ্য জন্ডিসে ছাত্রদের মৃত্যুর দাবি অস্বীকার করেছে।

আরও পড়ুন-মোলিনা বিদায়, কোচ লোবেরা, রবিবার মোহনবাগানের অনুশীলন শুরু

একজন ছাত্রের দাবি, জন্ডিসের প্রাদুর্ভাব এবং খাদ্য ও জলের গুণমান নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীরা বারবার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলেও বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের কাছ থেকে কোনও সুনির্দিষ্ট আশ্বাস বা পদক্ষেপ না পাওয়ায় ব্যবস্থাপনার পক্ষ থেকে শিক্ষার্থীদের অভিযোগ ক্রমাগত দমন করার কারণেই বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ বেড়ে যায়। ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, এই সমস্যাগুলি উত্থাপন করলেই কর্মীরা এবং রক্ষীরা তাদের সাথে খারাপ ব্যবহার করেছে, যার মধ্যে হুমকি এবং শারীরিক হামলাও ছিল— উদ্দেশ্য ছিল তাদের মুখ বন্ধ করে দেওয়া। এই অবহেলা ও উদাসীনতাই আগ্রাসী প্রতিক্রিয়া তৈরি করেছে পড়ুয়াদের মধ্যে। সংশ্লিষ্ট এলাকার পুলিশ সুপার দীপক শুক্লা জানিয়েছেন ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। নিরাপত্তার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তাঁর আশ্বাস, পড়ুয়াদের স্বার্থে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

Latest article