২ কোটি আধার নম্বর বাতিল

একইসঙ্গে বাতিল করা হল ২ কোটি আধার নম্বর। অভূতপূর্ব পদক্ষেপ ইউ আই ডি এ আইয়ের।

Must read

নয়াদিল্লি: একইসঙ্গে বাতিল করা হল ২ কোটি আধার নম্বর। অভূতপূর্ব পদক্ষেপ ইউ আই ডি এ আইয়ের। যদিও কর্তৃপক্ষের যুক্তি, সরকারের হাতে মজুত তথ্যে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ, কিন্তু এর নেপথ্যে বিজেপির অন্য কোনও অভিসন্ধি রয়েছে কিনা, সংশয় দেখা দিয়েছে তা নিয়ে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও জীবিত ব্যক্তির আধার বাতিল হয়নি। যে দু-কোটিরও বেশি আধার নম্বর বাতিল করা হয়েছে, সকলেই মৃত।

আরও পড়ুন-সহিংস ছাত্র বিক্ষোভে উত্তাল ভোপালের বিশ্ববিদ্যালয় চত্বর

লক্ষণীয়, এখনও বহু মৃত ব্যক্তির আধার সক্রিয়। আশ্চর্যের বিষয়, তথ্যের অধিকার সূত্রে জানা গিয়েছে, গত ১১ বছরে নিষ্ক্রিয় করা হয়েছে মাত্র ১.১৫ কোটি আধার। কিন্তু এবারে কেন্দ্র জানাচ্ছে বাতিল করা হয়েছে প্রায় ২ কোটি আধার। সংশয়টা এখানেই। কারণ, এটা ঘটনা, মৃত ব্যক্তির আধার সক্রিয় থাকলে তা অপব্যবহারের সম্ভাবনা থাকে। সেই কারণেই মৃত্যুর পরেও কাদের আধার কার্ড এখনও চালু রয়েছে, তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য মাই আধার অ্যাপের মাধ্যমে ইউ আই ডি এ আইকে জানানোর জন্য উৎসাহিত করা হচ্ছে নাগরিকদের।

Latest article