সংগঠন বিস্তার, কর্মীদের সক্রিয় করার কৌশল নিয়ে আলোচনায় সাংসদ

রাজনৈতিক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে দলের অবস্থান আরও মজবুত করতেই এই বৈঠকের আয়োজন বলে জানান দলীয় নেতৃত্ব।

Must read

সংবাদদাতা, মুর্শিদাবাদ : বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের উদ্যোগে বুধবার রাজ্য আইএনটিটিইউসির সভাপতি তথা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক হল জেলার বিভিন্ন ব্লকের সভাপতি, শাখা সংগঠনের প্রতিনিধি ও শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে। বৈঠকে একাধিক রাজনৈতিক ও সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা হয়। বৈঠকে ঋতব্রত দলের আগামী কর্মসূচি, সংগঠনকে তৃণমূল স্তর থেকে বুথ স্তর পর্যন্ত আরও গতিশীল করে তোলার রোডম্যাপ তৈরি এবং কর্মীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত বক্তব্য পেশ করেন।

আরও পড়ুন-ভগবানপুরের জনস্রোতে দলীয় কর্মীদের বার্তা মন্ত্রীর

সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলায় দলের সংগঠন আরও বিস্তৃত করা, বিভিন্ন স্তরে সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত করা এবং আগামী রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি, এই তিনটি বিষয়কেই কেন্দ্র করে আলোচনা হয় দীর্ঘক্ষণ। মাঠ পর্যায়ের নেতৃত্ব থেকে উঠে আসা নানা পরামর্শ ও সমস্যার দিকগুলি বিশেষভাবে পর্যালোচনা করেন জেলা নেতৃত্ব। দলের একাধিক নেতার মতে, আজকের এই বৈঠক জেলার সংগঠনকে নতুন দিশা দেবে। রাজনৈতিক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে দলের অবস্থান আরও মজবুত করতেই এই বৈঠকের আয়োজন বলে জানান দলীয় নেতৃত্ব।

Latest article