সংবাদদাতা, তমলুক : রাজ্যে এসআইআর-আতঙ্কে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে মৃত্যুর ঘটনার পেছনে নির্বাচন কমিশন এবং বিজেপিকে দায়ী করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ সার-এর লক্ষ্য নিয়েই রাজ্যের একাধিক প্রথম সারির নেতা-মন্ত্রীকে বিভিন্ন জেলার ওয়ার রুমের দায়িত্ব দিয়েছিলেন। সেই বৈঠক থেকে দায়িত্ব পাওয়ার পরেই বুধবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের একের পর এক ওয়ার রুম চষে বেড়ান মন্ত্রী বেচারাম মান্না। এদিন মন্ত্রী বলেন, এসআইআরের জন্য প্রায় ৫০ জন মারা গেলেন। মানুষ মারার জন্যই বিজেপি এটা করেছে। যে অস্ত্র নিয়ে ওরা মানুষ মারার চেষ্টা করছে সেই অস্ত্রেই বধ হবে।
আরও পড়ুন-কৃষ্ণনগরের সভা থেকে বিজেপিকে কটাক্ষ সায়নীর
বুধবার সকালে পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা এলাকায় পৌঁছন তিনি। সেখানে ব্লক থেকে জেলা নেতৃত্বদের নিয়ে বেশ কয়েক ঘন্টা বৈঠক করেন। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুজিত রায়, চেয়ারম্যান অসিত বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা। বিএলএ ২রা বেশ কিছু সমস্যার কথা বলেন মন্ত্রীকে। সঙ্গে সঙ্গে সমস্যার সমাধানও বের করেন মন্ত্রী। এরপর তিনি তমলুক ব্লকের বেশ কয়েকটি ওয়ার রুম পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক সৌমেন মহাপাত্র, বিএলএ ১ তথা মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী-সহ অন্যরা। এসআইয়েরের কাজ হচ্ছে ঠিকমতো হচ্ছে কিনা সেই বিষয়ে নাকি সাধারণ মানুষের থেকে খোঁজখবর নেন মন্ত্রী। বিকেলে হলদিয়া পুরসভা এলাকায় পৌঁছে মন্ত্রী স্থানীয় নেতাদের নিয়ে বৈঠক করেন। সবশেষে মহিষাদল এলাকার হলদিয়া উন্নয়ন ব্লকে গিয়ে ওয়ার রুমের কাজকর্ম খতিয়ে দেখেন। কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেজন্য স্থানীয় নেতা-কর্মীদের কড়া নজর রাখার নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেমতো ভোটরক্ষা শিবিরে সর্বস্তরের কর্মীদের মাঠে নামানো হল আমাদের আশু কাজ।

