কথা রাখেননি রাজ্যপাল, বিচার চাইতে রাজভবন অভিযানে মৃত শিশুদের পরিবার

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ: প্রায় দুবছর আগে রাজ্যপাল প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি। তাই রাজভবনের উদ্দেশ্যে পাড়ি দিল চোপড়ায় নিকাশিনালার মাটি ধসে মৃত ৪ শিশুর পরিজনেরা। উল্লেখ্য ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তবর্তী চেতনাগছ গ্রামে বিএসএফ-এর খোঁড়া নিকাশিনালার মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু হয়। শোকাহত পরিবার গুলিকে আর্থিক সাহায্যের পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতে চেতনাগছ বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় ধর্না করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ঘটনার ৯ দিনের মাথায় সেখানে এসে ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোস। এমনকী চারটি পরিবারকে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন। কিন্তু ঘটনার প্রায় দু বছর হতে চললেও রাজ্যপালের (Governor) তরফে আর্থিক সহায়তা প্রদান করা হয়নি বলে অভিযোগ মৃত শিশুর পরিজনদের। পাশাপাশি ন্যায় বিচার প্রদানের যে আশ্বাস রাজ্যপাল দিয়েছিলেন তাও বাস্তবায়ন হয়নি। এদিন ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশন থেকে কলকাতায় রাজভবনের উদ্দেশ্যে রওনা হন শোকার্ত পরিজনেরা।

আরও পড়ুন-নিষিদ্ধ উচ্চারণ ‘জয় হিন্দ’ ‘বন্দে মাতরম্’

Latest article