প্রতিবেদন : কেন্দ্রে বিজেপি সরকারের আরও একটি তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে রীতিমতো নোটিশ দিয়ে জানানো হয়েছে, এখন থেকে সংসদে ‘জয় হিন্দ’ ও ‘বন্দে মাতরম্’ (Vande Mataram_Jai Hind) বলা যাবে না! বিজেপি সরকারের এই অসাংবিধানিক ও অগণতান্ত্রিক সিদ্ধান্তে ক্ষুব্ধ গোটা দেশ। বুধবার কলকাতায় বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটি সংবাদপত্রে দেখলাম, সংসদে নাকি ‘জয় হিন্দ’, ‘বন্দে মাতরম্’ (Vande Mataram_Jai Hind) বলা যাবে না। সত্য-মিথ্যা জানি না। খোঁজ নেব। তাঁর তীব্র কটাক্ষ, বন্দে মাতরম্ তো জাতীয় সঙ্গীত। তাহলে কি বাংলার আইডেনটিটি নষ্ট করতে চাইছে? ওরা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয়। ক্ষমতায় আছে বলে বিজেপি ভাবছে যা খুশি করবে, তা আমরা বরদাস্ত করব না।
এদিন তাৎপর্যপূর্ণভাবে সংবিধান হাতেই আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। দেশ স্বাধীন হওয়ার পর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে নিরপেক্ষতা, সাম্যের যে খসড়া তৈরি হয়েছিল তাও পড়ে শোনান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী, মৃতের মাকে দেওয়া হল নিয়োগপত্র

