বুধের রাতে কলকাতার কসবা এলাকায় চলল গুলি! রাত এগারোটা নাগাদ ঘোষপুকুর প্রান্তিক পল্লিতে শ্যুটআউট (Shootout)। বাঁ হাতের তালুতে গুলি লেগে জখম যুবক অভিজিৎ নাইয়া। তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থল থেকে উদ্ধার কার্তুজের খোল, খাবারের প্যাকেট, মদের বোতল। আটক ১।
আরও পড়ুন-বন্দে মাতরম্-জয় হিন্দ নয়! তোপ মুখ্যমন্ত্রীর
জখম যুবকের পরিবারের তরফে জানানো হয়েছে অন্যান্য দিনের মতো বুধবার রাতেও বন্ধু-বান্ধবের সঙ্গে নাকি আড্ডা দিচ্ছিলেন অভিজিৎ। তারপর হঠাৎ গুলি চলার শব্দ শোনা যায়। পরিত্যক্ত জায়গায় জমায়েত করে ওই যুবকসহ তাঁর বন্ধুরা কী করছিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি গুলি চলার ঘটনার সময় কোনও বহিরাগত সেখানে ছিলেন কিনা তাও খতিয়ে দেখছে কসবা থানার পুলিশ। গুলিবিদ্ধ যুবকের কাছে আগ্নেয়াস্ত্র এল কী করে এই প্রশ্নের উত্তরে অভিজিৎ স্বীকার করেছেন তিনি এবং আরও দুই বন্ধু একটি নাইন এমএম পিস্তল খুঁজে পেয়েছিলেন যা নিয়ে ঘাঁটাঘাটি করতে গিয়ে অসাবধানতাবশত গুলি (Shootout) চলে দুর্ঘটনা ঘটেছে। গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ।

