জল জীবন মিশন প্রকল্পে অর্থ মঞ্জুরের ক্ষেত্রে নতুন শর্ত বেঁধে দিল কেন্দ্র। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতর সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক প্রকল্পভিত্তিক অর্থ দেওয়ার বিষয়ে রাজ্যকে (State) সম্মতি জানালেও, তার আগে একাধিক শর্ত মানা বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন-ভয়ঙ্কর! চিনে ট্রেনের ধাক্কায় মৃত্যু ১১ রেলকর্মীর
মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, জল জীবন মিশনের আওতায় প্রতিটি স্কিমের জন্য আলাদা আইডি নম্বর তৈরি করতে হবে। ওই স্কিম আইডি ছাড়া কোনওভাবেই কেন্দ্রীয় বরাদ্দ মিলবে না। পাশাপাশি প্রতিটি প্রকল্পে ‘ফিনান্সিয়াল রিকনসিলিয়েশন’— অর্থাৎ কেন্দ্রের অনুদান ও রাজ্যের ব্যয়ের হিসেব মিলিয়ে দেখা— বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, ব্যয়ের অঙ্কে কোনও অসামঞ্জস্য থাকলে অর্থ ছাড়া স্থগিত থাকবে। হিসেব সঠিক থাকলে তবেই মিলবে নতুন বরাদ্দ। যৌথ উদ্যোগে জল জীবন মিশনের খরচ কেন্দ্র ও রাজ্য অর্ধেক অর্ধেক ভাগে বহন করলেও, রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায় রাজ্যের ওপরই। নবান্ন সূত্রের দাবি, কয়েক দিন আগেই লিখিত ভাবে নতুন নিয়ম জানিয়ে দিয়েছে কেন্দ্র। মঙ্গলবার নয়াদিল্লিতে একটি উচ্চপর্যায়ের বৈঠকেও সচেতন করা হয়েছে যে স্কিম আইডি তৈরি এবং আর্থিক সামঞ্জস্যের কাজ যত দ্রুত শেষ হবে, তত তাড়াতাড়ি অর্থ ছাড় শুরু করবে কেন্দ্র।
আরও পড়ুন-ইডির হাতে গ্রেফতার অনলাইন মানি গেমিং প্ল্যাটফর্ম উইনজ়ো-র দুই প্রতিষ্ঠাতা
নতুন শর্তে প্রকল্প বাস্তবায়নের গতিতে কতটা প্রভাব পড়বে, তা নিয়ে রাজ্য দফতরের ভিতরেই আলোচনা শুরু হয়েছে। তবে নবান্ন সূত্রে খবর, শর্ত পূরণে অগ্রাধিকার দিয়ে দ্রুত কাজ শুরু করেছে রাজ্য।

