এসআইআর নিয়ে কাজের চাপে যোগীরাজ্যে আত্মঘাতী সরকারি কর্মী

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে এই নিয়ে দ্বিতীয় বার এসআইআর এর জন্য সরকারি কর্মীর আত্মহত্যার অভিযোগ প্রকাশ্যে এল।

Must read

ফের যোগীর উত্তরপ্রদেশে (Uttar Pradesh) আত্মহত্যা এক সরকারি কর্মীর। মঙ্গলবার উত্তরপ্রদেশের ফতেপুর জেলায় নিজের বাড়ি থেকেই ২৮ বছরের উত্তরপ্রদেশের গ্রাম স্তরের রাজস্ব আধিকারিক সুধীর কুমারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। এসআইআর এর প্রচন্ড কাজের চাপ আর তার ফলেই বিয়ের আগের আচার অনুষ্ঠানের জন্য ছুটি পাচ্ছিলেন না তিনি। বিয়ের আচার অনুষ্ঠানের জন্য কাজে বেরোতে না পারায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বার বার এমনটাই অভিযোগ। পরিবারের তরফে দাবি করা হয়েছে, সেই অতিরিক্ত মাত্রায় চাপের ফলেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সুধীর।

আরও পড়ুন-হারিয়েছেন বিশ্বাসযোগ্যতা! ডায়মন্ড হারবারে নিজের দলের কর্মীদের ক্ষোভের মুখে সুকান্ত

সূত্রের খবর, সুধীর ফতেপুরের বিন্ডকি তেহসিলের খাজুয়া ব্লকে কর্মরত ছিলেন। পরিবারের তরফে একাধিক অভিযোগ থাকলেও তাদের দাবি যোগীর পুলিশের এফআইআর রুজুর ক্ষেত্রে কিছুটা ঢিলেমি ছিল। এরপরেই সেখানে উত্তরপ্রদেশ লেখপাল সংগঠনের বিক্ষোভ শুরু হয় তারপর পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। জানা গিয়েছে, ঘটনার প্রায় ২৯ ঘণ্টা পরে বুধবার দুই সরকারি কর্মীর নাম দিয়ে এফআইআর রুজু হয়। তাঁদের মধ্যে একজন উত্তরপ্রদেশের রাজস্ব দফতরের ইনস্পেক্টর। সুধীর উত্তরপ্রদেশের জাহানাবাদ বিধানসভা কেন্দ্রের এসআইআর সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন। সহকর্মীরাও জানিয়েছেন বেশ কয়েকদিন ধরেই মারাত্মক চাপের মধ্যে ছিলেন সুধীর।

আরও পড়ুন-বিজেপি রাজ্যে সাইবার প্রতারণার শিকার হয়ে আত্মঘাতী আইনজীবী

বুধবার সুধীরের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের জন্য তিনি ছুটি পেলেও বিয়ের আগের আচার অনুষ্ঠানের জন্য তিনি কোনও ছুটি পাননি। গত সোমবার তাঁর হলদি এবং মেহেন্দির অনুষ্ঠান থাকায় তিনি ওই দিন কাজে যেতে পারেননি। তাই পরের দিন দুই সরকারি কর্মী সুধীরের বাড়িতে গিয়ে সকলের সামনে তাঁকে রীতিমত অপমান করেন এবং তাঁকে বরখাস্তের হুমকিও দেওয়া হয়েছিল। পরিবারের তরফে জানানো হয়েছে ওইদিন সরকারি কর্মীরা বাড়ি থেকে চলে যাওয়ার পরেই অপমানে সুধীর আত্মহত্যা করেন। এই মর্মে ফতেপুরের অতিরিক্ত জেলাশাসক অবনীশ ত্রিপাঠী জানিয়েছেন গত রবিবার মাত্র তিন দিনের ছুটির আবেদন করেছিলেন সুধীর এবং তাঁর দশ দিনের ছুটি মঞ্জুর করা হয়। তবে অভিযুক্ত রাজস্ব আধিকারিক সুধীরের বাড়িতে এসআইআর ফর্ম সংগ্রহ করতে গিয়েছিলেন। আপাতত সুধীরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে অভিযুক্তদের গ্রেফতার করা হয় নি।

আরও পড়ুন-উড়ালপুলের রেলিং ভেঙে রেল লাইনে পড়ল ট্রাক, অল্পের জন্য বাঁচল গরিবরথ এক্সপ্রেস

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে এই নিয়ে দ্বিতীয় বার এসআইআর এর জন্য সরকারি কর্মীর আত্মহত্যার অভিযোগ প্রকাশ্যে এল। গত মঙ্গলবার উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় পেশায় স্কুলশিক্ষক ও বুথস্তরের আধিকারিক বিপিন যাদব বিষ খেয়ে আত্মহত্যা করেন।

Latest article