প্রতিবেদন : কথা দিয়ে কথা রাখেননি, দেখাও করলেন না রাজ্যপাল! অবশেষে বৃহস্পতিবার চিঠি দিয়ে ফিরে যেতে হল উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনাগছের মৃত চার শিশুর পরিবারের সদস্যদের। রাজ্যপালকে লেখা চিঠিতে তাঁরা লিখেছেন, ২০২৪ সালে ২০ ফেব্রুয়ারি যে কথা আপনি দিয়েছিলেন অত্যন্ত দুঃখের বিষয় সেগুলি পূরণ হয়নি। এ বিষয়ে আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। চিঠি দিয়ে ফিরে যাওয়ার সময় শোকার্ত ওই সদস্যরা করে গেলেন কতগুলি প্রশ্ন। রাজভবনের গেটের সামনে দাঁড়িয়ে ধরা গলায় সন্তানহারা ওই পরিবারের সদস্যরা প্রশ্ন তুললেন, কবে তাঁরা বিচার পাবেন, কবে হবে প্রতিশ্রুতিপূরণ? শুধু তাই নয়, প্রশ্নের পরই তাঁরা বললেন, এই প্রশ্নের উত্তরও আসবে না। হয় তো চিঠি দেখা হবে না। এর পরই দুর্ঘটনার দিনের কথা বলতে গিয়ে গলা বুজে এল তাঁদের।
আরও পড়ুন-SIR আতঙ্কে ফের, মৃত্যু কাজের চাপে অসুস্থ বিএলও
আবেগ ধরে রাখতে না পেরে শোকার্ত সদস্যদের মধ্যে একজন সামিরুল ইসলাম বলেন, বিএসএফের গাফিলতির জন্য আমাদের সন্তানদের প্রাণ গেল। সীমান্তরক্ষীদের খোঁড়া নিকাশিনালায় মাটি চাপা পড়ে ছটফট করে শেষ হয়ে গেল ফুলের মতো শিশুরা। এখনও তো বিচার পেলাম না আমারা। কেন্দ্রের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যপাল ঘটনার আট দিনের মাথায় এলাকায় গেলেন, অনেক প্রতিশ্রুতি দিলেন, পাশে থাকার কথা দিলেন— কিন্তু সে-কথাও তো ‘কথা’ই থেকে গেল। এভাবেই একরাশ হতাশা উগরে দিলেন তাঁরা।

