প্রতিবেদন : গঙ্গাসাগর (Gangasagar) মেলার প্রস্তুতিতে বৃহস্পতিবার নবান্নর বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থের নির্দেশ, মেলা শুরুর অন্তত এক মাস আগে সম্পূর্ণ ড্রেজিং প্রক্রিয়া শেষ করতে হবে। জেলার জেলাশাসক, পঞ্চায়েত দফতর, জনস্বাস্থ্য কারিগরি দফতরসচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।
পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করবে জনস্বাস্থ্য কারিগরি দফতর।
অস্থায়ী থাকার জায়গা গড়ে তোলার আগে নিশ্চিত করতে হবে অগ্নিনিরোধক ব্যবস্থা।
থাকবে ওয়াটার অ্যাম্বুল্যান্স।
আরও পড়ুন-কথা রাখেননি রাজ্যপাল, চিঠি দিয়ে ফিরল পরিবার
পাশাপাশি থাকবে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও।
চিকিৎসা পরিষেবায় ঘাটতি এড়াতে নিকটবর্তী হাসপাতালে অতিরিক্ত শয্যার ব্যবস্থা রাখতে হবে এবং মেলা এলাকায় অস্থায়ী চিকিৎসা কেন্দ্র বসাতে হবে।
লট এইট ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করতে হবে।
কপিল মুনির আশ্রমমুখী ভিড় সামলাতে পর্যাপ্ত বাস পরিষেবা রাখা হবে।

