চোখ চুরি হয়নি জানিয়ে দিল হাসপাতাল কর্তৃপক্ষ

বারাসত সরকারি হাসপাতালের পুলিশ মর্গ থেকে কোনও মৃতদেহের চোখ চুরির ঘটনা ঘটেনি বলে জানিয়ে দিলেন মেডিক্যাল কলেজের এমএসভিপি ডাঃ অভিজিৎ সাহা।

Must read

প্রতিবেদন : বারাসত সরকারি হাসপাতালের পুলিশ মর্গ থেকে কোনও মৃতদেহের চোখ চুরির ঘটনা ঘটেনি বলে জানিয়ে দিলেন মেডিক্যাল কলেজের এমএসভিপি ডাঃ অভিজিৎ সাহা। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানান তিনি।

আরও পড়ুন-কেন্দ্র ডাল-ভাতের টাকাই তো দেয় না!

বলেন, পথ দুর্ঘটনায় মৃত প্রীতম ঘোষের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের পর তিন সদস্যের বিশেষজ্ঞ দলের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ইঁদুর বা ছুঁচো জাতীয় কোনও প্রাণী চোখের অংশ খুবলে নিয়েছে। কারণ মৃতের বাম চোখের কোটরের মধ্যে চোখের কিছু অংশ পাওয়া গিয়েছে। এর থেকেই প্রমাণিত, অপারেশন করে চোখ তুলে নেওয়ার বা ‘চোখ চুরি’র কোনও ঘটনা ঘটেনি। এই সংক্রান্ত রিপোর্ট স্বাস্থ্যভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান এমএসভিপি। তিনি আরও জানান, সরকারি পরিকাঠামোয় মর্গে নিয়মিত পেস্ট কন্ট্রোল করা হয়।

Latest article