আসছে আরও এক ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’

Must read

প্রতিবেদন : শীতের পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণিঝড়। মালাক্কা প্রণালীতে তৈরি ঘূর্ণিঝড় ‘সেনিয়ার-এর দিকে বিশেষ নজর রয়েছে আবহাওয়াবিদদের। কারণ এই অঞ্চলে এমন শক্তির কোনও ঘূর্ণিঝড়ের (cyclone ditwah) নজির আধুনিক রেকর্ডে নেই। এর মধ্যেই নতুন ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে। শ্রীলঙ্কার দক্ষিণ-পূর্ব উপকূলের কাছাকাছি উৎপত্তি হওয়া গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে সরে বঙ্গোপসাগরের উষ্ণ জলে শক্তি বাড়াচ্ছে। এর সম্ভাব্য নাম হবে ‘দিতওয়াহ’ (cyclone ditwah)। আইএমডি জানিয়েছে, শুক্রবারের মধ্যেই এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং পরবর্তী দু’দিনে উত্তর তামিলনাডু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে।

আরও পড়ুন-SIR আতঙ্কে ফের, মৃত্যু কাজের চাপে অসুস্থ বিএলও

এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় সরাসরি না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে। এর জেরে আগামী দু’দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। যদিও তা স্বাভাবিকের নিচেই থাকবে। পশ্চিমের পাশাপাশি দক্ষিণের জেলাতেও তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে। আবহাওয়া থাকবে শুষ্ক। কলকাতাতেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। দার্জিলিংয়ের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আগামী কয়েক দিনে উপরের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Latest article