সংবাদদাতা, নদিয়া : নদিয়ার কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের এসআইআর ক্যাম্পের (TMC SIR Camp) কার্যকারিতা পর্যবেক্ষণ করতে এদিন কালিগঞ্জ ব্লকের পলাশিতে আসেন তৃণমূলের নবনিযুক্ত পর্যবেক্ষক তথা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সঙ্গে ছিলেন নদিয়া জেলা পরিষদ সভাধিপতি তারান্নুম সুলতানা মির, কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাধিপতি শেফালি খাতুন, কালিগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় প্রমুখ। শেফালি জানান, এসআইআর নিয়ে পর্যবেক্ষক স্নেহাশিস পলাশিতে ক্যাম্পে (TMC SIR Camp) যান, অগ্রগতি সম্বন্ধে খোঁজখবর নেন। যদিও ৭৫ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। স্নেহাশিস জানান, সমস্ত ক্যাম্পেই মানুষের নাম আলাদাভাবে নথিভুক্ত করতে হবে পোর্টালে। আমাদের এই ক্যাম্পের কর্মসূচি সম্বন্ধে প্রতিদিন প্রতিনিয়ত গাইড করছেন ও খোঁজ নিচ্ছেন জেলা সভাপতি মহুয়া মৈত্র।

