চাপে দিশাহারা বিএলও এবং ভোটাররা : প্রদীপ

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : নির্বাচন কমিশন ভীতি প্রদর্শন করে চলেছে, একটি দলের অঙ্গুলিহেলনে, যা অন্য রাজ্যে হয়নি। যারা এই পেশার সঙ্গে যুক্ত নয়, তাদের উপর ভয়–চাপ দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা খেলা চলছে। নিত্যনতুন নির্দেশ আসছে। কেউই জানতে পারছে না পরশু কী নির্দেশ আসবে। নির্বাচন কমিশন থেকে তাই ভয়ে-আতঙ্কে দিশাহারা হয়ে গিয়েছেন এঁরা। কেউ আত্মহত্যা করছেন চাকরি যাওয়ার ভয়ে, কেউ অসুস্থ হয়ে পড়ছেন। বারে বারে ভয় দেখিয়ে বলা হয়েছে, বিহারে চাকরি গিয়েছে আসলে এটা একটা ভয় দেখিয়ে প্রভুর হয়ে কাজ করে যাওয়া। এভাবেই কমিশনকে পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumder) প্রবল আক্রমণ করলেন। মন্ত্রী বলেন, প্রথমে বলা হল ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ফর্ম দেওয়া ও জমা নেওয়ার কাজ চলবে। তারপরে আচমকা নির্দেশ এল ২৫ নভেম্বর জমা দেওয়ার শেষ দিন। আসলে এরা ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে নির্বাচকমণ্ডলীকে। মন্ত্রী (Pradip Majumder) বলেন, শুধু পশ্চিমবাংলায় নয়, অন্য রাজ্যেও বিএলওরা মারা যাচ্ছেন। মন্ত্রীর অভিযোগ, আগে থেকেই ঠিক করে রেখে দেওয়া হয়েছে কত নাম বাদ দেওয়া হবে। প্রশ্ন তুললেন, খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে কীভাবে হিয়ারিং হবে, তা নিয়ে কি কোনও নির্দেশ আছে?

আরও পড়ুন-নদিয়ার পলাশিতে শিবির পরিদর্শনে পরিবহণমন্ত্রী

Latest article