সংবাদদাতা, বালুঘাট : নির্বাচন কমিশন এসআইআর ঘোষণার পর থেকেই একের পর এক মর্মান্তিক ঘটনা সামনে আসছে। ভিটে মাটি হারানোর আতঙ্কে মৃত্যু হচ্ছে, অধিক কাজের চাপে আত্মঘাতী হয়েছেন একের পর বিএলও। একটাই কথা বলব কেউ আতঙ্কিত হবেন না। সকলের পাশে আছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দক্ষিণদিনাজপুরের একাধিক সহায়তা শিবিরে গিয়ে এমনই বার্তা দিলেন তৃণমূল নেতা প্রসুন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। জেলা নেতৃত্বদের সঙ্গে করলেন বৈঠকও। এদিন তিনি হিলি ব্লকে বিডিও অফিসের সামনে শিবির পরিদর্শন করেন প্রসূনবাবু (Prasun Banerjee)। বিকেলে বালুরঘাট শহরের কলেজ মোড় এলাকায় এসআইআর ভোট রক্ষা শিবিরে আসেন তিনি। সাধারণ মানুষের এসআইআর আতঙ্ক দূর করতে মানুষের পাশে থেকে সহযোগিতা করার উপদেশ দেন কর্মীদের।
আরও পড়ুন-ভোটার বাদ না যায় : সামিরুল

