বিজেপি অফিস তৈরির জন্য বৃক্ষনিধন অভিযান 

হরিয়ানা সরকারকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Must read

নয়াদিল্লি: বিজেপির নতুন পার্টি অফিস হবে বলে ৪০টি গাছ কেটে ফেলল হরিয়ানার গেরুয়া সরকার। রাস্তা চওড়া করতেই আবাসিক এলাকায় এই বিশাল বৃক্ষনিধন অভিযান। আর তাতেই প্রবল ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট (Supreme Court)। তীব্র ভর্ৎসনা করল হরিয়ানা সরকার এবং নগরোন্নোয়ন সংস্থাকে। কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিল শীর্ষ আদালত। হরিয়ানা সরকারের বিরুদ্ধে কর্নালের একটি আবাসিক এলাকায় ৪০টি গাছ কেটে দেওয়ার অভিযোগ এনে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করেছেন সেনাবাহিনীর এক প্রাক্তন জওয়ান। সেই মামলার শুনানিতেই হরিয়ানা সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভপ্রকাশ করেন বিচারপতিরা। গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলেন, এই ক্ষতি কে পূরণ করবে? গাছ কাটার কারণ জানতে চান। শীর্ষ আদালতের স্পষ্ট হুঁশিয়ারি, উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে না পারলে কড়া পদক্ষেপ করা হবে হরিয়ানা সরকার এবং নগরোন্নয়ন সংস্থার বিরুদ্ধে।
লক্ষণীয়, ১৯৭১-এর যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলেন কর্নেল দাবিন্দর সিং রাজপুত। গাছ কাটার বিরুদ্ধে প্রথমে হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। দাখিল করেন রিট পিটিশন। কিন্তু সেই মামলা খারিজ হয়ে যাওয়ায় শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। অভিযোগ জানান, যাবতীয় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আবাসিক এলাকায় পার্টি অফিস করার জন্য বিজেপিকে জমি দিয়েছে তাদেরই শাসিত হরিয়ানা সরকার। এখানেই শেষ নয়, রাস্তা তৈরির জন্য কেটে ফেলা হয়েছে ৪০টি পূর্ণবয়স্ক গাছ। পার্টি অফিসে যাতায়াতের জন্য চওড়া রাস্তা তৈরি করতে।

আরও পড়ুন-শুধু অনলাইনে তোলা যাবে নাম

Latest article