বন্যা-ভূমিধসে বিধ্বস্ত শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া! মৃতের সংখ্যা ২৯১

Must read

ভয়াবহ অবস্থা শ্রীলঙ্কায়। বন্যা ও ভূমিধসে (Flood-Landslide) বহু মানুষের মৃত্যু হয়েছে। গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় দিতওয়াহতে পরিণত হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে শ্রীলঙ্কার উপকূল এলাকাতেই। সেটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে এগিয়ে আসতে পারে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের দিকে। সেখানেও জারি সতর্কতা। ইতিমধ্যেই তামিলনাড়ুর উপকূল এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। এর জেরে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা। ধস এবং বৃষ্টির জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ৫৬ জনের। ভেঙে গিয়েছে প্রায় ৭০০টি বাড়ি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে শ্রীলঙ্কায় স্কুল-কলেজ ও সমস্ত সরকারি দফতরে ছুটি ঘোষণা করা হয়েছে। এই দুর্যোগের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপরাষ্ট্রটির পাহাড়ি এলাকায়। বিশেষ করে চা-বাগানের জন্য জনপ্রিয় বাদুল্লা ও নুওয়ারা এলিয়া এলাকা। ভূমিধসের জেরে নিখোঁজ বহু মানুষ।

আরও পড়ুন- ইচ্ছা থাকলেই উচ্চশিক্ষা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়ূয়াদের সংখ্যা পেরলো ১ লক্ষ! খুশি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী

ঘূর্ণিঝড়ে (Flood-Landslide) পরিণত হওয়ার আগেই শ্রীলঙ্কার উপকূল এলাকাতেই শক্তি বাড়িয়েছিল নিম্নচাপটি। টানা অতি ভারী বৃষ্টি চলছে শ্রীলঙ্কাতে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। নামানো হয়েছে বায়ুসেনার কপ্টারও। গত এক সপ্তাব ধরে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি চলছে শ্রীলঙ্কায়।

পাশাপাশি থাইল্যান্ডে চলতি সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, শুক্রবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫। ইন্দোনেশিয়ায় বন্যায় ৯০ জনের মৃত্যু।

Latest article