জগন্নাথধামে এবার চালু হল বসে ভোগ খাওয়ার ব্যবস্থা

Must read

তুহিনশুভ্র আগুয়ান, দিঘা: ভক্তি ও শান্তির মেলবন্ধনে দিঘার জগন্নাথধাম বর্তমানে মানুষের মনে স্থান করে নিয়েছে। উদ্বোধনের পর থেকে জগন্নাথধাম (Digha Jagannath Dham) দর্শনে কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন বালুভূমির তীর্থক্ষেত্রে। সেখানেই এবার চালু হয়ে গেল বসে ভোগ খাওয়ার নয়া ব্যবস্থা। নতুন বছরের আগে ধর্মপ্রেমী মানুষের জন্য এটি বাড়তি উপহার বলে মনে করছেন অনেকেই। এতদিন জগন্নাথধামে ভক্তদের শুকনো প্রসাদ কিনে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। দুপুরের মহাপ্রসাদের জন্য বুকিং করতে হত আগে থেকে। তবে সেই মহাপ্রসাদও মন্দিরে বসে খাওয়ার কোনও ব্যবস্থা ছিল না। রবিবার থেকে মন্দির কর্তৃপক্ষের তরফে ভক্তদের জন্য মন্দিরেই বসে মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হল। জানা গিয়েছে, একেবারে আধ্যাত্মিক পরিবেশে মন্দিরের সামনে বসে এই মহাপ্রসাদ গ্রহণের জন্য মন্দির কর্তৃপক্ষের ৯০৫৯০৫২৫৫০ নম্বরে সকালের মধ্যেই বুকিং করতে হবে। সকালের প্রাতরাশের জন্য আগের দিন রাতের মধ্যে বুকিং করতে হবে। এছাড়াও সন্ধ্যায় মহাপ্রসাদ গ্রহণের জন্য সেদিন বিকেলের মধ্যেই বুকিং করতে হবে। দুপুরের মধ্যাহ্নভোজের তালিকায় থাকছে মোট আট রকমের পদ। সেখানে পোলাও, খিচুড়ি, সাদা ভাত-সহ থাকছে বিভিন্ন রকমের সবজি ও মিষ্টি। রবিবার প্রথম দিন ৫৬ জন এই ভোগপ্রসাদ গ্রহণ করেন। মন্দির কর্তৃপক্ষের তরফে থেকে গিফট শপের সামনেই ভোগ খাওয়ার ব্যবস্থা হয়েছে। একসঙ্গে ২০০ জন প্রসাদ গ্রহণ করতে পারবেন। সেজন্য মোট ৫০টি টেবিলের ব্যবস্থা হয়েছে। অন্যান্য বছর ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকে পূর্ণ থাকে দিঘা। তবে জগন্নাথধাম উদ্বোধনের পর থেকেই দিঘার আকর্ষণ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তাই চলতি ডিসেম্বর-জানুয়ারিতে যে অন্যান্য বছরের তুলনায় বাড়তি ভিড় জমবে তা বলার অপেক্ষা রাখে না। তাই ভক্তদের জন্য মন্দির কর্তৃপক্ষ আধ্যাত্মিক পরিবেশে ভোগ খাওয়ার ব্যবস্থা করেছেনল। জগন্নাথধাম (Digha Jagannath Dham) ট্রাস্টের সদস্য রাধারমণ দাস বলেন, এবার থেকে মন্দিরের ভিতরেই আধ্যাত্মিক পরিবেশে প্রভু জগন্নাথের ভোগ গ্রহণ করতে পারবেন ভক্তেরা। চাহিদামতো আগামী দিনে এই পরিকাঠামো বৃদ্ধি করা হবে।

আরও পড়ুন-যোগীরাজ্যে আত্মঘাতী বাংলায় অসুস্থ বিএলও

Latest article