চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

ডায়মন্ড হারবার ৭ চেন্নাই ইনকাম ট্যাক্স ০

Must read

প্রতিবেদন: আই লিগের জন্য প্রস্তুত ডায়মন্ড হারবার এফসি (DHFC)। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব লিগের প্রস্তুতিপর্বে আরও এক সর্বভারতীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। রবিবার ওড়িশার ধনকানালে শহিদ বাজি রাউথ স্মৃতি আমন্ত্রণমূলক প্রতিযোগিতার ফাইনালে চেন্নাই ইনকাম ট্যাক্সকে গোলের সুনামিতে ভাসিয়ে খেতাব জয় ডায়মন্ড হারবারের। একপেশে ম্যাচে প্রতিপক্ষকে ৭-০ গোলে বিধ্বস্ত করল কিবু ভিকুনার দল। হ্যাটট্রিক করে জয়ের নায়ক থরপুইয়া। চলতি মরশুমে আরও এক সাফল্যের জন্য গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন ডায়মন্ড হারবার এফসি-র চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে ক্লাবের সাফল্যের খবর শেয়ার করে সাংসদ লিখেছেন, ডায়মন্ড হারবার এফসি-র গোটা দলকে আমার অভিনন্দন।

ফাইনালে এদিন প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি কিবুর দল। ডায়মন্ড হারবারের (DHFC) গোল উৎসব শুরু হয় খেলা শুরুর ৬ মিনিটের মাথায়। থরপুইয়ার গোলে এগিয়ে যায় তারা। বিরতির ঠিক আগে আরও দু’টি গোল করে ব্যবধান বাড়ায় ডায়মন্ড হারবার। ৪০ মিনিটে দ্বিতীয় গোলটিও থরপুইয়ার। মিনিট পাঁচেক পর জবি জাস্টিন ব্যবধান ৩-১ করেন।

আরও পড়ুন-বিরাট ব্যাটে গুয়াহাটির জবাব রাঁচিতে

দ্বিতীয়ার্ধে ডায়মন্ড হারবারের আক্রমণে ঝাঁজ আরও বাড়ে। মাত্র ১২ মিনিটের ব্যবধানে আরও চারটি গোল করে চেন্নাইয়ের দলটির লজ্জা আরও বাড়ায় কিবুর দল। ৫৬ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন থরপুইয়া। ৫৯, ৬৪, ৬৮ মিনিটে বাকি তিনটি গোল করেন যথাক্রমে অ্যান্তোনিও মোয়ানো, ক্লেটন সিলভেইরা ও ব্রাইট এনোবাখারে। টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন ডায়মন্ডের নতুন স্প্যানিশ মিডিও অ্যান্তোনিও।

আই লিগের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টে অংশ নেয় ডায়মন্ড হারবার। অসমে অল ইন্ডিয়া গোল্ড কাপ জয়ের পর ওড়িশাতেও চ্যাম্পিয়ন হয়ে আই লিগের জন্য তৈরি কিবুর দল। ডায়মন্ড হারবারের সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বলেন, আমরা এই টুর্নামেন্টগুলিতে মূল দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা সেরে নিচ্ছি। এখানে দেশি-বিদেশি সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়েছি। আই লিগের জন্য আমরা প্রস্তুত।
অভিষেকের অভিনন্দন
সর্বভারতীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ আমরা চ্যাম্পিয়ন। ডায়মন্ড হারবার এফসি-র গোটা দলকে অভিনন্দন।

Latest article