জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বাড়তি ব্যবস্থা পুরসভার

সোমবার থেকে মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা বাড়তি তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছেন।

Must read

প্রতিবেদন : এসআইআর আবহে জন্ম-মৃত্যুর শংসাপত্রের জন্য জনসাধারণের মধ্যে বিপুল চাহিদা। সেই বাড়তি চাহিদা সামলাতে শহরবাসীর পাশে দাঁড়িয়ে সার্টিফিকেটের জন্য আবেদন গ্রহণ ও সার্টিফিকেট প্রদানে জোর দিল কলকাতা পুরসভা (KMC)। সোমবার থেকে মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা বাড়তি তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছেন।

আরও পড়ুন-ভয়ঙ্কর! হাওড়ায় গোটা শরীরে আগুন নিয়ে ছুটছেন যুবক

বাড়ানো হয়েছে অনলাইন এবং অফলাইন আবেদন গ্রহণের পরিমাণ। এতদিন কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ নম্বরে অর্থাৎ চ্যাটবটের মাধ্যমে দিনে ১৫৬ জন আবেদনের অনুমোদন পেতেন। সোমবার থেকে সেটা কার্যত দ্বিগুণ করে দেওয়া হল। আর বাড়তি ব্যবস্থা নিতেই কলকাতা পুরসভার জন্ম-মৃত্যুর শংসাপত্র প্রদান কক্ষে জনসাধারণের ভিড় কয়েকগুণ বেড়ে গেল। শংসাপত্রের জন্য আবেদন ও শংসাপত্র গ্রহণের জন্য মিলল ব্যাপক সাড়া।

Latest article