প্রতিবেদন : সমুদ্র উপকূলের কাছাকাছি এসেই শক্তি হারাবে ঘূর্ণিঝড় দিতওয়াহ। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই। এটি উত্তর দিকে এগিয়ে তামিলনাড়ু পণ্ডিচেরী উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে। ২০ থেকে ৪০ কিলোমিটার দূরত্ব রেখে স্থলভাগের পাশাপাশি সমুদ্রে অবস্থান করবে। এর সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তনে তাপমাত্রার তারতম্য শুরু হয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সকালে হালকা কুয়াশার সম্ভাবনা।
আরও পড়ুন-এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ নয় : সুপ্রিম কোর্ট
কলকাতায় ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। পশ্চিমের জেলায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবারের পর ধীরে ধীরে নামবে পারদ। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। দুই দিনাজপুর ও মালদাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সপ্তাহের মাঝামাঝি ফের কমবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে কোথাও সামান্য ওপরে রাতের তাপমাত্রা। শীতের আমেজ কমবে রাতে ও সকালে। দিনে উধাও হবে শীতের অনুভূতি।

