নয়াদিল্লি : শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধীদের আক্রমণের মুখে কোণঠাসা মোদি সরকার। তৃণমূলের চাপে লোকসভা এবং রাজ্যসভা— দুই কক্ষেই ব্যাকফুটে সরকারপক্ষ। এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সোমবার রীতিমতো ঝড় তুলল তৃণমূল। স্লোগান, পাল্টা-স্লোগানে অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে লোকসভা মুলতুবি হয়ে যায় ৩ বার। রাজ্যসভা থেকে ওয়াক আউট করে তৃণমূল। ভোটার তালিকার নিবিড় সংশোধন ইস্যুতে সংসদে আলোচনা না করে সরকার পালাতে পারবে না, সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই সাফ বুঝিয়ে দিয়েছে তৃণমূল। কেন সরকার এসআইআর ইস্যুতে আলোচনার কোনও নির্ঘণ্ট জানাচ্ছে না, রাজ্যসভায় প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷ সরকারের শুকনো আশ্বাসে তাঁরা বিশ্বাস করছেন না, জানিয়ে ডেরেক বলেন, সরকারের প্রতি তাঁদের ‘ট্রাস্ট ডেফিসিট’(বিশ্বাসের অভাব) আছে৷ বিরোধীদের দাবি মেনে রাজ্যসভায় সরকার এসআইআর নিয়ে আলোচনায় রাজি না হওয়ায় সভাকক্ষ থেকে ওয়াক আউট করে গোটা বিরোধী শিবির৷ শেষপর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করে দেওয়া হয় এদিনের মতো।
আরও পড়ুন-শক্তি হারাবে দিতওয়াহ
সোমবার অধিবেশন শুরু হওয়া মাত্রই লোকসভায় এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সরব হলেন তৃণমূল সাংসদরা। নোটিশও দিলেন। তাঁদের সঙ্গে গলা মেলালেন অন্যান্য বিরোধী সাংসদও। বিরোধীদের দাবি, প্রশ্নোত্তর পর্ব মুলতুবি রেখে আলোচনা করতে হবে এসআইআর নিয়ে। শাসকদলের সাংসদরা ব্যাপক চেঁচামেচি জুড়ে দিয়ে বিরোধীদের কন্ঠ চাপা দিতে চেষ্টা করে। এসআইআর নিয়ে আলোচনায় আপত্তি জানায়। আর এতেই উত্তপ্ত হয়ে ওঠে সভার পরিবেশ। বিরোধীরা রীতিমতো আক্রমণাত্মক ভাষায় সুর চড়ান এসআইআর নিয়ে। অনড় থাকেন আলোচনার দাবিতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, এসআইআর নিয়ে আলোচনার সুযোগ দিতে তিনি রাজি আছেন, কিন্তু প্রশ্নোত্তরপর্ব মুলতুবি রেখে নয়। তীব্র প্রতিবাদ জানান তৃণমূল-সহ বিরোধীরা। ১১টায় সভা শুরুর মিনিট কুড়ির মধ্যেই মুলতুবি ঘোষণা করেন অধ্যক্ষ। দুপুর ১২টা নাগাদ অধিবেশন আবার শুরু হলে নিবিড় সংশোধন নিয়ে আলোচনার দাবিতে ফের সোচ্চার হয় তৃণমূল-সহ বিরোধীরা। বেগতিক দেখে মিনিট পাঁচেকের মধ্যেই ফের সভা মুলতুবি ঘোষণা করা হয়। দুপুর দু’টো নাগাদ ফের সভা শুরু হলেও এসআইআর নিয়ে আলোচনার দাবিতে মিনিট পাঁচেকের মধ্যেই ফের উত্তাল হয়ে ওঠে সভা। তড়িঘড়ি করে সভা মুলতুবি করে দেওয়া হয় এদিনের মতো।

