কোর্টকেও অস্বীকার, এতই স্বৈরাচারী

বীরভূমের পাইকর গ্রামের আদি বাসিন্দা, পরিযায়ী শ্রমিক ও ভারতের নাগরিক সোনালি বিবির ভারতে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হল সোমবার৷

Must read

প্রতিবেদন : বীরভূমের পাইকর গ্রামের আদি বাসিন্দা, পরিযায়ী শ্রমিক ও ভারতের নাগরিক সোনালি বিবির ভারতে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হল সোমবার৷ এদিন বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের আদালত ৫,০০০ টাকার বন্ডে সোনালি বিবি এবং তাঁর সঙ্গী আরও ৫ জন ভারতীয়র জামিন মঞ্জুর করে। আগামী বুধবার ৩ ডিসেম্বর এই আদালতেই সশরীরে হাজিরা দিতে হবে সোনালি বিবিদের৷ তারপরেই জানা যাবে, কবে তাঁরা ভারতে ফিরতে পারবেন। এই ইস্যুতে সোমবার কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন-সংসদ উত্তাল, মুলতবি

তিনি বলেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিয়েছে সোনালি বিবিরা ভারতীয় নাগরিক। কেন্দ্রীয় সরকারকেই তাঁদের ফেরানোর উদ্যোগ নিতে হবে। কিন্তু তারপরও নিষ্ক্রিয় কেন্দ্র। অভিষেক বলেন, এই সরকার এতই স্বৈরাচারী যে এরা আদালতকেও মানে না! আদালত বলার পরও তারা কোনও উদ্যোগ নিচ্ছে না। একই ভাবে আদালত নির্দেশ দেওয়ার পরও তারা একশো দিনের কাজ শুরু করতে দিচ্ছে না বাংলায়। এদিকে, সোমবারই নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর এজলাসে সোনালি বিবিদের দেশে প্রত্যপর্ণের মামলাটি মেনশনিং করেন আইনজীবী সঞ্জয় হেগড়ে। অবিলম্বে অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে দেশে ফেরানো হোক, তাঁর বাবা বদু শেখের তরফে এই আর্জি জানান আইনজীবী হেগড়ে৷ আগামী বুধবার তাঁরা এই মামলা শুনবেন বলে জানিয়ে দেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। সলিসিটর জেনারেল তুষার মেহতাকে তিনি বলেন, আমরা এই বিষয়ে আজই কোনও নির্দেশ জারি করছি না৷ আপনারা দেখুন, কত দ্রুত পদক্ষেপ করা যায়।

আরও পড়ুন-জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বাড়তি ব্যবস্থা পুরসভার

দিল্লিতে কর্মরত পরিযায়ী শ্রমিক ও ভারতীয় নাগরিক সোনালি বিবি ও তাঁর স্বামী বাংলায় কথা বলায় তাঁদের ‘বাংলাদেশি’ বলে দেগে দিয়ে গত জুন মাসে প্রথমে আটক করে দিল্লি পুলিশ। আটক করা হয় মোট ৬ জনকে। তাঁদের মধ্যে সোনালি বিবির সন্তানও রয়েছে। পরে তাঁদের অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়।

Latest article