মশলা বন্ড কেলেঙ্কারি, ফের নোটিশ বিজয়নকে

২০০০ কোটি টাকার মশলা বন্ড দুর্নীতিতে নাম জড়িয়েছে তাঁর। ফলে বিধানসভা নির্বাচনের আগে কেরলে গভীর অস্বস্তিতে শাসক সিপিএম।

Must read

তিরুবন্তপুরম: ঘোর বিপাকে কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিদেশি মুদ্রা বিনিময় নিয়ন্ত্রণ আইন বা ফেমায় বিজয়নকে নোটিশ ধরাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০০০ কোটি টাকার মশলা বন্ড দুর্নীতিতে নাম জড়িয়েছে তাঁর। ফলে বিধানসভা নির্বাচনের আগে কেরলে গভীর অস্বস্তিতে শাসক সিপিএম।

আরও পড়ুন-কোর্টকেও অস্বীকার, এতই স্বৈরাচারী

শুধু বাম মুখ্যমন্ত্রী সিপিএম পলিটব্যুরো সদস্য বিজয়ন নন, তাঁর ব্যক্তিগত সচিব এবং প্রাক্তন অর্থমন্ত্রী টমাস আইজ্যাককেও এই ঘটনায় যুক্ত করেছে ইডি। ২০১৯ সালে রাজ্যে মশলা বন্ড ছাড়াকে কেন্দ্র করেই এই দুর্নীতির অভিযোগ। কেরল পরিকাঠামো বিনিয়োগ তহবিল পর্ষদ এই আন্তর্জাতিক বন্ড ছেড়েছিল। প্রায় ২০০০ কোটি টাকা এর মাধ্যমে তোলা হয়েছিল বলে তথ্যের দাবি। পরে হিসেব কষে দেখা যায় অঙ্কটা প্রায় ২১৫০ কোটি টাকা। তদন্তের স্বার্থে নোটিশ পাঠানো হয়েছে পর্ষদের সিইও কে এম আব্রাহামকেও।

Latest article