সোমবার শীতকালীন অধিবেশনের প্রথমদিনেই এক বিরল দৃশ্য দেখা গেল সংসদ-চত্বরে। নিজের পোষা কুকুরটিকে নিয়ে সংসদে পৌঁছলেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। পোষ্যপ্রেমী রেণুকার সারমেয়টি ভারতীয় প্রজাতির, স্বভাবেও অতি নিরীহ। কিন্তু তাকে নিয়েই বাধল বিতর্ক। কড়া আপত্তি জানাল বিজেপি শিবির। যদিও শান্ত পোষ্যটি সাংসদের গাড়ির ভিতরেই ছিল।
আরও পড়ুন-আত্মহত্যার ঠিক আগে মর্মস্পর্শী ভিডিও মোরাদাবাদের বিএলওর
উচ্চ-স্তরীয় নিরাপত্তা বলয়ে ব্যক্তিগত পোষ্য কীভাবে তা নিয়েও চর্চা হল। তবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সমালোচনা উড়িয়ে পোষ্যর মালকিন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী বললেন, আমার কুকুর ছোট্ট আর নিরীহ। ওকে নিয়ে উদ্বেগ কীসের? সাংসদের খোঁচা, সরকার হয়তো ভিতরে প্রাণীদের পছন্দ না করতে পারে, কিন্তু এতে সমস্যা কোথায়? এটি তো ক্ষুদ্র একটি প্রাণী, কাউকে কামড়াবে না। যাঁরা কামড়াতে পারেন, তাঁরা সংসদের ভিতরে আছেন।

