কাল ক্লাবদের সঙ্গে বৈঠক ক্রীড়ামন্ত্রকের

আইএসএল ও আই লিগ নিয়ে জটিলতা কি অবশেষে কাটতে চলেছে? উত্তর জানা যেতে পারে বুধবার। ভারতীয় ফুটবলে কাল গুরুত্বপূর্ণ দিন।

Must read

প্রতিবেদন : আইএসএল ও আই লিগ নিয়ে জটিলতা কি অবশেষে কাটতে চলেছে? উত্তর জানা যেতে পারে বুধবার। ভারতীয় ফুটবলে কাল গুরুত্বপূর্ণ দিন। ফেডারেশনের ব্যর্থতায় দেশের মুখরক্ষার দায়িত্ব নিয়েছে সরকার। বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক দুপুর থেকে ধাপে ধাপে বৈঠক করবে আইএসএল ও আই লিগের ক্লাব, আইএসএলের আয়োজক এফএসডিএল, দরপত্রের আহ্বায়ক, সম্প্রচারকারী সংস্থা ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে। সূত্রের খবর, লিগের একটা খসড়া নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে চলেছে ক্রীড়ামন্ত্রক। ইতিমধ্যেই চিঠি দিয়ে বৈঠকের কথা ক্লাবগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত থাকার কথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদেরও।

আরও পড়ুন-ভোট শেষ না হওয়া পর্যন্ত কর্মীদের বিশ্রাম নেই : মানস

প্রথমে দুপুর দেড়টায় আইএসএলের ক্লাবগুলির সঙ্গে বৈঠক হবে। এরপর দুপুর ২.১৫তে আই লিগের ক্লাবগুলির সঙ্গে বৈঠক সারবে ক্রীড়ামন্ত্রক। ৩টের সময় এফএসডিএলের সঙ্গে আলাদা করে বৈঠক। এরপর বিকেল সাড়ে ৩টের সময় বাকি আগ্রহী বিডারদের সঙ্গে আলোচনা হবে। বিকেল ৪টের সময় সম্প্রচারকারী সংস্থার সঙ্গে বৈঠক হওয়ার কথা। সাড়ে ৪টের সময় সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে একযোগে আলোচনায় বসবে ক্রীড়ামন্ত্রক।

আরও পড়ুন-গ্রাফাইট কারখানায় গরম পিচ ছিটকে আহত তিন

গত ২১ নভেম্বর আইএসএল নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন, বিষয়টির উপর ক্রীড়ামন্ত্রক নজর রাখছে। আদালতের কাছে দু’সপ্তাহ সময় চাওয়া হয়েছিল কেন্দ্রের তরফে। আইএসএল শুরু করার আশ্বাস দিয়ে সরকারের উদ্যোগের কথা আদালতকে জানানো হয়। তবে সুপ্রিম কোর্ট জানায়, ফুটবলের ব্যাপারে সরকার হস্তক্ষেপ করছে, এমন বার্তা যেন না ছড়ায়। এখন দেখার বুধবার কোনও সমাধানসূত্র বেরিয়ে আসে কি না! বৈঠকে লিগের রূপরেখা চূড়ান্ত হলে তা সুপ্রিম কোর্টকে জানাতে হবে।

Latest article