সাতসকালে বিমানে বোমাতঙ্ক (Bomb Threat), চেন্নাই বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় ইন্ডিগো বিমান (Indigo Flight) উড়িয়ে দেওয়ার হুমকি পেতেই তড়িঘড়ি ব্যবস্থা নিল কর্তৃপক্ষ। কুয়েত থেকে হায়দরাবাদগামী বিমানটিকে জরুরি অবতরণ করানো হল মুম্বইয়ে। উড়ানে কতজন যাত্রী ছিলেন তা স্পষ্ট নয়। অসমর্থিত সূত্রের খবর ইতিমধ্যেই বিমানের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিপজ্জনক কিছু মেলেনি। আচমকা ফ্লাইটের অবতরণের জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা। ইন্ডিগোর এয়ারলাইন্সের (Indigo airlines) তরফে বলা হয়েছে “যাত্রীদের কথা মাথায় রেখে বিমানের নিরাপত্তা এবং সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।” কে বা কারা হুমকি পাঠিয়েছে তা স্পষ্ট নয়।
আরও পড়ুন-চেন্নাইয়ে মেট্রো বিভ্রাট, টানেল ধরে হেঁটে স্টেশনে উঠলেন যাত্রীরা
বিমানটিকে নিরাপদে অবতরণ করে মূল টার্মিনাল থেকে দূরে একটি বিচ্ছিন্ন স্থানে পাঠানো হয়। এদিন বিমানে বোমা থাকার হুমকি ইমেলের মাধ্যমে পাওয়া যায় বলে জানা গিয়েছে। হায়দ্রাবাদ এবং মুম্বই উভয় বিমানবন্দরের নিরাপত্তা সংস্থাগুলি জরুরি প্রোটোকল শুরু করে। মুম্বইতে অবতরণের পর, বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড (বিডিএস) এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) কর্মীরা দ্রুত বিমানটিকে ঘিরে ফেলে এবং বিমানের প্রতিটি অংশ খতিয়ে দেখা হয়।

