রাজ্যে ‘এসআইআর আতঙ্কে’ মৃত এবং অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee_SIR)। মঙ্গলবার নবান্নে তিনি জানান, এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে—এর মধ্যে আত্মহত্যার ঘটনা যেমন রয়েছে, তেমনই রয়েছে হৃদ্রোগ বা ব্রেন স্ট্রোকে মৃত্যু। মুখ্যমন্ত্রীর কথায়, “এসআইআর আতঙ্কে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের পরিবার দু’লক্ষ টাকা করে আর্থিক সহায়তা পাবে।’’
সরকারি হিসাবে, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। এদের মধ্যেই রয়েছেন ‘কাজের চাপে’ অসুস্থ হয়ে পড়া তিন জন বুথস্তরের আধিকারিক (বিএলও)। মুখ্যমন্ত্রী (Mamata banerjee_SIR) জানিয়েছেন, এই ১৩ জন প্রত্যেককেই এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।
আরও পড়ুন-ফের বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর
সূত্র অনুযায়ী, এসআইআর-এর জন্য অতিরিক্ত চাপের অভিযোগে রাজ্যে ইতিমধ্যেই চার জন বিএলও-র মৃত্যুর কথা উঠে এসেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁদের মধ্যে দু’জনের পরিবারকে ইতিমধ্যেই দু’লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্যে এসআইআর চালু হয়েছে ২৮ অক্টোবর। প্রথম দিনেই খড়দহের প্রদীপ কর আত্মহত্যা করেন, যা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে গণনাপত্র (এনুমারেশন ফর্ম) পূরণ ও জমাদানের সময়ে একের পর এক মৃত্যুর খবর সামনে আসে।
সরকারি সূত্রের দাবি, ৩৯ জন মৃতের মধ্যে প্রায় অর্ধেক আত্মহত্যা করেছেন। বাকিরা হৃদ্রোগে আক্রান্ত হয়ে বা ব্রেন স্ট্রোকে মারা গিয়েছেন। এসআইআর ঘিরে ক্রমবর্ধমান চাপ-যন্ত্রণা নিয়ে রাজ্যজুড়ে অসন্তোষ বাড়তে থাকায় সরকার সরাসরি আর্থিক সহায়তার পথেই মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

