দেশে চা-শ্রমিকদের সব থেকে বেশি বেতন দেওয়া হয় বাংলায় : মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : চা-বাগানে উন্নয়নের ক্ষেত্রে তৃণমূল সরকারের অবদান অপরিসীম। মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে ফের একবার চা-বাগান নিয়ে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ২৫টি চা-বাগান খুলেছি। এর ফলে ২৩ হাজারের বেশি শ্রমিক উপকৃত হয়েছেন। এর আগে ৬০টি চা-বাগান খুলেছি।

আরও পড়ুন-SIR-আতঙ্কে মৃতদের পরিবারের পাশে রাজ্য, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

চা-শ্রমিকদের মজুরি বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে পশ্চিমবঙ্গে। যা নজিরবিহীন। উল্লেখ্য, দেশে এটাই সবচেয়ে বেশি বেতন। এছাড়াও চা-শ্রমিকদের বিনামূল্য রেশন, কম্বল, ছাতা, অ্যাপ্রন, জুতো, রেনকোট, স্বাস্থ্য, শিক্ষা— সমস্ত প্রদান করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানান পাট্টা দেওয়া হচ্ছে চা-শ্রমিকদের। চা-সুন্দরী প্রকল্পের জন্য ২৮ হাজার ৫০০ পরিবার উপকৃত হয়েছে। টি-ট্যুরিজমের জন্য প্রত্যেক চা-বাগানে ১৫ পার্সেন্ট জমি দেওয়া হয়েছে।

Latest article