বহু প্রতীক্ষিত মুড়িগঙ্গা নদীর উপর নতুন গঙ্গাসাগর সেতুর (Gangasagar Bridge_Mamata banerjee) কাজ অবশেষে শুরু হতে চলেছে। মঙ্গলবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন শীঘ্রই সেতু নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা করা হবে। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে তিনি যখন সাগরে যাবেন, সেখান থেকেই প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-মুরগির খাবারের মূল্য বৃদ্ধি কেন্দ্রের, তাই দাম বাড়ছে ডিমের: মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Gangasagar Bridge_Mamata banerjee) কথায়, “আমরা কথা দিলে কথা রাখি। ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা বলেছিলাম, কাজ অনেকটা এগিয়েছে। গঙ্গাসাগর যাত্রীদের সুবিধার জন্য গঙ্গাসাগর সেতু তৈরি করছি। খরচ হবে ১,৭০০ কোটি টাকা। টেন্ডারও হয়ে গিয়েছে। আমি যখন গঙ্গাসাগরে যাব, তখন এর উদ্বোধন করব।”
সরকারি সূত্রের মতে, সেতু তৈরি হলে মূল ভূখণ্ড থেকে সাগরদ্বীপে যাতায়াত আরও দ্রুত, নিরাপদ এবং স্থায়ী হবে। এখন পর্যন্ত ভরসা ছিল লঞ্চ পরিষেবা। আবহাওয়া খারাপ হলে সেই পরিষেবা বন্ধ থাকায় দুর্গতিতে পড়তেন হাজার হাজার যাত্রী। নতুন সেতু নির্মাণ হলে গঙ্গাসাগর মেলাসহ সর্বকালীন যাতায়াত অনেকটাই সহজ হবে।

