বিধানসভা নির্বাচনের পরে বসবে আগামী বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit) আসর। তার আগে চলতি বছর ১৭ – আর ১৮ তারিখ শিল্প সম্মেলনের আয়োজন করেছে রাজ্য সরকার। নবান্নে এদিন প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানান, ১৭ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্মেলন আয়োজন করা হবে। তার পরের দিন ১৮ ডিসেম্বর আলিপুরের ধনধান্য অডিটরিয়ামে বড় শিল্পের কনক্লেভ আয়োজন করবে রাজ্য সরকার।
আরও পড়ুন-সব জাতিকেই সম্মান, তাই সর্ব ধর্ম উন্নয়ন : মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, অর্থনৈতিক বৃদ্ধির গতিকে ত্বরান্বিত করতে রাজ্যে একের পর এক নতুন শিল্প ও বিনিয়োগ প্রকল্প এগিয়ে চলেছে। তিনি জানান, বর্তমানে ছ’টি অর্থনৈতিক করিডোর তৈরির কাজ চলছে। এর ফলে আগামী দিনে অন্তত আরও এক লক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে আশাবাদী তিনি। পাশাপাশি দেউচা–পাঁচামি প্রকল্পেও এক লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনার কথা উল্লেখ করেন মমতা।
শিল্পায়নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এখন রাজ্যে মেট্রোর কোচ, লোকাল ট্রেনের কোচ, ভারী যন্ত্রপাতি, এমনকি জাহাজও তৈরি হচ্ছে। সিমেন্ট, ইস্পাত— সব ক্ষেত্রেই নতুন উদ্যোগ বেড়েছে।” ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) ক্ষেত্রকে তিনি রাজ্যের অন্যতম শক্তি বলে উল্লেখ করেন। জানান, এই খাতে বর্তমানে এক কোটি ৩০ লক্ষেরও বেশি মানুষ কর্মরত। দক্ষতা প্রশিক্ষণের ক্ষেত্রেও রাজ্য উল্লেখযোগ্য অগ্রগতি করেছে— ইতিমধ্যেই ৪২ লক্ষ যুবক-যুবতী স্কিল ট্রেনিং পেয়েছেন।

